
The Truth of Bengal: (DumDum)-রাজ্যের বেশ কিছু এলাকায় মাথাছাড়া দিয়েছে ডেঙ্গি। মশাবাহিত এই রোগ নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে প্রাশাসন। একেবারে উচ্চপরজায় থেকে নজরদারি রাখা হচ্ছে। পথে নেমে কাজ করেছে পুরসভাগুলি। লার্ভা নিধন থেকে শুরু করে চলছে সচেতনতা বৃদ্ধি। নানা উপায়ে সচেতনতা চালানো হচ্ছে। এবার সপরিবারে দেবী দুর্গা পথে নামলেন। মশা মারার তেল ও ব্লিচিং পাউডার নিয়ে কৈলাস থেকে মর্ত্যে হাজির দেবী দুর্গা। শুক্রবার দক্ষিণ দমদমে বাড়ি বাড়ি চলল প্রচার। দেবী দুর্গার সুঙ্গে অবশ্য ছিলেন অসুরও। দক্ষিণ দমদম পুরএলাকায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমিতের সংখ্যা। ডেঙ্গি রোধে অভিনব উদ্যোগ নিলেন কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগে এদিন সকালে দক্ষিণ দমদমের হরকালী, দাগা কলোনি সহ বিস্তীর্ণ এলাকায় বাড়ি বাড়ি মশা মারার তেল ও ব্লিচিং পৌঁছে দেওয়া হয়। ছেলে-মেয়েদের নিয়ে দুর্গা এই সচেতনতার কাজ চালান।
(Barasat)-ডেঙ্গি রুখতে বিশেষ সচেতনতা অভিযান শুরু করল বারাসত পুরসভা। দুটো টিমে ভাগ করে এই কাজ শুরু করে। একটা টিমে নেতৃত্ব দেন পুরপ্রধান ও অন্য টিমে নেতৃত্ব দেন উপপুরপ্রধান। প্রচার অভিযানে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে সচেতন করা হয়। প্রচার চালানো হচ্ছে টোটো করে। বিলি করা হয় সচেতনা বিষয়ে লিফলেট। পুর এলাকায় ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রথম থেকেই কাজ করে চলেছে বারাসত পুরসভা। বাড়ছে মানুষের সচেতনতা।
(Malda)-অন্যদিকে, উত্তরবঙ্গেও বাড়ছে ডেঙ্গি। শহরবাসীকে সচেতন করতে মালদা শহরের গঙ্গাবাগ এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিনব কায়দায় সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। মশার মডেল এবং মশারি টাঙিয়ে মিছিলে অংশ নেয় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা। পদযাত্রায় শামিল হন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি। ডেঙ্গি রুখতে মানুষের করণীয় কী তা তুলে ধরা হয়।
Free Access