কলকাতা

চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, অনলাইন ক্লাস নেওয়ার ভাবনা যাদবপুরে

Dengue

The Truth of Bengal: বেশ কয়েকটি জেলায় ডেঙ্গির প্রকোপ মারাত্মক আকার নিয়ে। আর সেই আতঙ্ক ধরা পড়ল এবার যাদবপুর অঞ্চলে। মশার দাপট বাড়ায় যাদবপুর বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস নেওয়ার পথে হাঁটতে চলেছে। এমনকী হোস্টেল খালি করে পড়ুয়াদের সরানোর ভাবনা রয়েছে।যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, মঙ্গলবার একটি কর্মসমিতির বৈঠক হয়েছে। সেখানে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এমনকী কীভাবে অনলাইন ক্লাস করানো হবে তা নিয়েও আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, করোনার মহামারীর সময় নিরুপায় হয়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইন পঠন-পাঠনের শুরু করেছিল। সেই পর্ব কাটার পর, ফের একবার অনলাইন পঠন-পাঠনের সিদ্ধান্ত নিতে চলেছে বিশবিদ্যালয় কর্তৃপক্ষ।কয়েকদিন আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আবর্জনা-জমা জল দেখা গিয়েছিল। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেছিলেন।

সূত্রের খবর লোকের অভাব, সময়ে ক্যাম্পাস পরিষ্কার করে রাখা সম্ভব হয় না।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহে হস্টেলের ৩০ জন আবাসিক ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ডেঙ্গির উপসর্গ নিয়ে মেডিক্যাল অফিসারের সঙ্গে দেখা করেছেন শতাধিক। এর মধ্যে এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। ফলত বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অনলাইন ক্লাস নেওয়ার কথা ভাবা হচ্ছে।

Free Access

Related Articles