কলকাতা

ট্যাংরার বেআইনি বহুতল ভাঙার কাজ শুরু হল

Demolition of illegal multi-storey buildings in Tangra begins

Truth Of Bengal: ট্যাংরার ক্রিস্টোফার রোডে নির্মীয়মান সাদা রংয়ের বহুতলটি ভাঙার কাজ শুরু হয়েছে। কলকাতা পুরসভা বেআইনি ভাবে নির্মাণ এই বহুতলটি আগেই ভাঙ্গার সিদ্ধান্ত নেয়। ক্রিস্টোফার রোডের যে বহুতলটি হেলে পরে তার পাশেই এই বহুতলটি নির্মাণ কাজ চলছিল। পুরসভায় যে প্লান পাস করা হয়েছিল তাকে বুড়ো আঙুল দেখিয়ে বহুতলটি নির্মাণ কাজ চলে বলে অভিযোগ।

সেই কারণে পুরসভা এই নির্মীয়মান বহুতলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত ঘোষণা করে। আজ সকাল থেকে ভাঙার কাজ শুরু হয়েছে। কলকাতা পুরসভার কড়া বার্তা, শহরে যেখানেই অবৈধভাবে নির্মাণ কাজ চলবে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে ইতিমধ্যেই বহু ক্রেতা এই বহুতলে ফ্ল্যাট বুকিং করেছিলেন। ফ্ল্যাট কেনার জন্য প্রোমোটারকে অ্যাডভান্স জমা দিয়েছিলেন। বহুতল ভেঙে ফেলা হলে তাদের কী হবে তা নিয়ে মাথায় হাত তাদের।

কলকাতা পুরসভার বহুতল ভেঙে ফেলার সিদ্ধান্তে তাই তারা যথেষ্ট হতাশ। উল্লেখ্য, গত কয়েকদিনে শহরে বেশ কয়েকটি বাড়ি হেলে পড়ে। বহুতল হেলে পড়ার ঘটনায় উদ্বিগ্ন শহরবাসী। আর হেলে পড়া বহুতল খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় একাধিক বহুতলে বেআইনিভাবে অতিরিক্ত তলা নির্মাণ করা হয়েছে। যা কলকাতা পুরসভার প্ল্যানে পাস করানো ছিল না।

Related Articles