কলকাতারাজ্যের খবর

হরিদেবপুরের নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হল কোলাঘাটে

Kolaghat

The Truth of Bengal: কোলাঘাট থেকে উদ্ধার হরিদেবপুরে নিখোঁজ যুবক দেহ। জানা যাচ্ছে, গত ২০ তারিখ সকাল বেলা অনুরাগের মা সুমিত্রা বাড়ির মালিককে জানান তাঁর ছেলে অনেকক্ষণ বাড়ি ফেরেনি। ফোন বন্ধ রয়েছে ফলে যোগাযোগও করা যাচ্ছে না। পরেরদিন সকালে অনুরাগের পরিবারের লোকেরা হরিদেবপুর থানায় গিয়ে নিখোঁজের অভিযোগ দায়ের করে।

পুলিশ সূত্রের খবর, বছর ২৩-এর অনুরাগ সিং হরিদেবপুরের আমির খান স্মরণীতে প্রায় এক বছর ধরে মা দিদি ও জামাইবাবুর সাথে বাড়ি ভাড়া থাকতো। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে পুলিশ। তারপরেই মঙ্গলবার পরিবারের কাছে খবর আসে কোলাঘাটে পুলিশ একটি দেহ উদ্ধার করেছে। এবং পুলিশ দেহ সনাক্তও কেছে।

পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁদের বাড়িতে এদিন খবর আসে সেই দেহ সনাক্তকরণ করার জন্য। এরপর পরিবারের লোকজন কোলাঘাটে গিয়ে দেহ সনাক্ত করেন। বুধবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।

Free Access

Related Articles