কলকাতাদুর্গাপুজো ২০২৪

লেক কালীবাড়িতে দশভুজার আরাধনা

Dashabhuja worship at Lake Kalibari

Truth of Bengal: অষ্টমীর সকালে লেক কালীবাড়িতে ভক্তদের ভিড়। এখানে প্রতিষ্ঠিত রয়েছে দুর্গা প্রতিমা। পুজোর কটা দিন, বাইরের ঠাকুর দালানে মাটির প্রতিমাতে  করা হয় পুজোর ব্যবস্থা। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে অষ্টমীর দিন  চলল দুর্গার আরাধনা। মহাষ্টমীর সকালে পুষ্পাঞ্জলি , দুপুরে সন্ধি পুজো।  রীতিনীতি মেনে লেককালী বাড়িতে হল দশভূজার আরাধনা। বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ১১ঃ৪৩ থেকে ১২: ২০  এর মধ্যে লেক কালীবাড়িতে হল দেবী দুর্গার সন্ধিপূজো।

পিতলের দুর্গা প্রতিষ্ঠিত থাকলেও মাটি দিয়ে গড়া প্রতিমাতে করা হচ্ছে পুজো। দূর দূরান্ত থেকে বহু ভক্তরা এসে  দিলেন পুষ্পাঞ্জলি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জুবসু প্রতিবছরের মতো এদিনও তার বাপের বাড়ি লেক কালিবাড়ির পুজোতে এলেন পুষ্পাঞ্জলি দিতে। রীতিনীতি নেই কোনো খামতি বলছেন প্রধান সেবাইত রাজনীতি নিয়ে সারাবছর ব্যস্ত থাকা বৈশ্বানর চট্টোপাধ্যায়্ও অষ্টমীর দিন ধরা দিলেন অন্য মেজাজে। পাঞ্জাবি পরে দিলেন অঞ্জলি

Related Articles