কলকাতা

আজ ‘দাবাং’ দিলীপের বিয়ে! রাজ্য-রাজনীতিতে শোরগোল

'Dabangg' Dileep's wedding today! Uproar in state politics

Truth Of Bengal: আইবুড়ো পরিচয় ঘুচতে চলেছে বিজেপি নেতা দিলীপ ঘোষের। শুক্রবার রেজিস্ট্রি করে বিয়ে করছেন দিলীপ ঘোষ। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। তিনি দক্ষিণ কলকাতার বিজেপি নেত্রী।

সূত্রের খবর, ২০২১ সালে রিঙ্কুর সঙ্গে পরিচয় হয় দাবাং দিলীপের। কলকাতার ইকোপার্কে প্রাভ্রমণে গিয়েই পরিচয়। দিলীপের বিয়ে নিয়ে এত শোরগোলের অন্যতম কারণ হল, রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রচারক হিসেবে তাঁর সেই পরিচয়। দু’-একটি ব্যতিক্রম থাকলেও, RSS-এর প্রচারকদের সিংহভাগই অবিবাহিত। দিলীপও এতদিন একাকীই জীবন কাটিয়েছেন। এতদিন পর মায়ের আবদারে সংসার পাতার সিদ্ধান্ত নিলেন দিলীপ।

রিঙ্কুর কথায়, ‘দিলীপদাকে বহু দিন ধরে চিনি। তাঁকে ভালোও লাগে। তাঁর কাছে মনের কথা খুলেও বলা যায়। দিলীপদাকে গত সেপ্টেম্বরে প্রোপোজ় করেছিলাম। মাস তিনেক সময় চান তিনি। পরে ডিসেম্বরে আবার কথা হয়।

তবে দিলীপ ঘোষের বিয়ের খবর সামনে আসতেই শুভেচ্ছার বন্যা। কুণাল ঘোষ থেকে দেবাংশু, সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিচ্ছে প্রাক্তন সাংসদকে। দেবাংশু লিখছেন, ”অনেক অভিনন্দন DilipGhoshBJP দা। মন থেকে খুশি হয়েছি। খুব ভাল হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক।

সূত্রের খবর পাত্রী রিংকুর দীর্ঘদিন আগেই বিবাহ বিচ্ছেদ হয় তাঁর। তাঁর ২৫ বছরের একটি ছেলে আছে। বর্তমানে সে সেক্টর ফাইভের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত বলেও জানা গেছে।

ইতিমধ্যেই নিউটাউনে নিজের কেনা ফ্ল্যাটে ঝাড়গ্রামের বাড়ি থেকে মাকে নিয়ে চলে এসেছেন দাবাং দিলীপ। কোনও আড়ম্বর চান না। তাই শুধুমাত্র আইনি বিয়েই সারবেন শুক্রবার দিলীপ ও রিঙ্কু।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে বোমা ফাটান কুণাল। তিনি ইঙ্গিত দেন শুক্রবার রাজ্যের কোনও বর্ষীয়ান বিজেপি অবিবাহিত নেতার রেজিস্ট্রি বিবাহ হচ্ছে। তারপরেই খবর আগুনের ফুলকির মতো খবর ছড়িয়ে পড়ে।

সব জল্পনার অবসর ঘটিয়ে দাবাং বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ পাত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে আইনিগত বিয়ের সারতে চলেছেন নিউটাউনে নিজস্ব বাসভবনে দুপুর ঠিক বারোটার সময়।
সূত্রের খবর অনুযায়ী উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্যরাই।

Related Articles