
The Truth of Bengal: প্রতারকরা ফাঁদ পেতেছে। সাইবার ফাঁদ। সাইবার ক্রাইমের ধাক্কায় দিশেহারা অবস্থা সাধারন মানুষের। নিজের সামান্য ভুলে খোয়াতে হচ্ছে সর্বসান্ত। ব্যাংক একাউন্ট থেকে লুট হয়ে যাচ্ছে সর্বস্ব। সাইবার বিশেষজ্ঞ থেকে আইনজ্ঞ কিংবা কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ – প্রতিনিয়ত সাবধানতার বাণী শোনাচ্ছেন। তারপরেও অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে ছোট্ট ভুল. … আর সেই ছোট্ট ভুলের মাশুল গুনতে হচ্ছে আমাদের
কিভাবে এই প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারকরা. …
.মোবাইলে আসছে ফেক মেসেজ
.অথবা মোবাইলে বেজে উঠছে রিং
.ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার কথা বলা হচ্ছে
.বিদ্যুৎ বিল না মেটানোয় হবে বিদ্যুৎ বিচ্ছিন্ন
.পরিষেবা বজায় রাখতে লিঙ্ক ক্লিক-র কথা বলা হয়
.এ বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা শুনুন. ….
কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা প্রতিনিয়ত সচেতন করে চলেছে। কলকাতা সাইবার ক্রাইম শাখার অন্যতম আধিকারিক শুক্লা সিনহা রায় কী বলছেন শুনুন….
.লিঙ্ক ক্লিক করলেই সমস্ত তথ্য প্রতারকদের হাতে
.ব্যাঙ্কের সমস্ত তথ্য চলে যাবে প্রতারকদের হাতে
.উধাও হয়ে যাবে আপনার সমস্ত সঞ্চয়
দেখুন কিভাবে এই প্রতারকরা আপনাকে প্রতারণার ফাঁদে ফেলছে. …..
বাঁচার একটাই উপায়, সচেতন হতে হবে। অন্যদের সচেতন করতে হবে। এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশের নজরে আনতে হবে।কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা জনসাধারণকে নানা ভাবে সচেতন করে চলেছে। সাধারণ মানুষকে এই প্রতারকদের ফাঁদে না পরার বার্তা দিচ্ছেন। প্রতারকদের ধরতে সব সময় সক্রিয় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। সাধারণ মানুষকেও সচেতন হতে হবে এ বিষয়ে।