কলকাতা
Trending

ব্রিগেডে জনগর্জন , ময়দান মুখী একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

Crowds in Brigade, traffic control on multiple roads leading to Maidan

The Truth Of Bengal: ১০ মার্চ, রবিবার তৃণমূল কংগ্রেসের জনগণ সভা। আর এই ব্রিগেডের ফলে যাতে রাস্তায় কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যান চলাচল যাতে নিয়ন্ত্রনে থাকে তাই মহানগরে ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইতিমধ্যেই শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রন করছেন কলকাতা পুলিশ।

প্রসঙ্গত, গত শুক্রবার লালবাজারের পুলিশ কর্তারা ট্রাফিক পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। লালবাজার সূত্র খবর, ব্রিগেডের আশেপাশে সব রাস্তাকে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে শুধুমাত্র ব্রিগেডমুখী গাড়িগুলিকে নির্দিষ্ট জায়গায় পার্কিংয়ের জন্য। সেখানে প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকছেন একজন ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশের বিশেষ বাহিনী, দুই জন ট্রাফিক সার্জেন্ট এবং ২৬ জন পুলিশ কর্মী। রবিবার ভোর ৪টে থেকে মহানগরকে দশটি সেক্টরে ভাগ করা হয়েছে। ওই ১০ টি সেক্টরকে আবার ৭৪ টি ভাগে ভাগ করা হয়েছে।

ইতিমধ্যে শহরের একাধিক জায়গায় গাড়ি পার্কিংয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধু তাই নয় ভোর ৩টে থেকে ৮টা পর্যন্ত শহরে বন্যবাহী গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

Related Articles