আরজি করের নিরাপত্তায় কোথায় কেমন জোর? খতিয়ে দেখতে হাজির খোদ সিপি মনোজ
CP of Kolkata Police Manoj Verma visited RG Kar Hospital on Sunday

Truth Of Bengal : ফের আরজি করে হাজির কলকাতার নতুন পুলিশ কমিশনার (সিপি) মনোজ বর্মা। মাত্র ১০ দিনের ব্যবধানে ফের হাসপাতালে পৌঁছান নয়া সিপি। রবিবার দুপুরের পর আরজি করে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন অন্য পুলিশ আধিকারিকেরাও। লালবাজার সূত্রে খবর, হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধিতে কোথায় কেমন জোর দেওয়া হবে, সেই বিষয়ে সরজমিনে খতিয়ে দেখতে হাজির হন তিনি। হাসপাতালের জরুরি বিভাগ এবং প্রসূতি বিভাগেও ঢুকতে দেখা যায় কলকাতার নতুন পুলিশ কমিশনারকে। সুপ্রিম কোর্টের নির্দেশে সিআইএসএফ জওয়ানরা আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তাদের সঙ্গেও কথা বলেন মনোজ।
প্রসঙ্গত, এর আগে গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলাকালীন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছিল, মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতালগুলিতে আগামী সাত থেকে ১৪ দিনের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হবে। এরপর জুনিয়র ডাক্তাররা অভিযোগ জানিয়েছিল, সুপ্রিম কোর্টে দেওয়া কথা রাজ্য রাখেনি। বেশিরভাগ মেডিক্যাল কলেজেই এখনও পর্যন্ত নাকি সিসিটিভি লাগানোর কাজ শুরুই হয়নি। এমতাবস্থায় জটিলতা কাটাতে ইতিমধ্যেই সিসিটিভি লাগানোর কাজ শুরু করে দিয়েছে রাজ্য। তার আগেই আরজি করের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে গিয়েছিলেন মনোজ বর্মা। হাসপাতালের কোথায় কোথায় নিরাপত্তা বৃদ্ধিতে জোর দেওয়া প্রয়োজন, তা-ও দেখে গিয়েছিলেন তিনি।