ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল ভবনে, বৃহস্পতিবার কোর কমিটির বৈঠক
Core committee meeting at Trinamool Bhavan on Thursday regarding fake voters

Truth Of Bengal : ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নেমেছে তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার তৃণমূল ভবনে ডাকা হয়েছে কোর কমিটির বৈঠক। সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতাদের নিয়ে ৩৬জনের কমিটি গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের চাপে নির্বাচন কমিশন স্পষ্ট করে, একই এপিক নম্বরে একাধিক রাজ্যের ভোটার রয়েছে। এবিষয়ে তৃণমূল নেতৃত্বের কটাক্ষ, মুখ পুড়ে যাওয়ায় মুখ লুকোতে চাইছে কমিশন।
ভূতের ছায়া ভোটার তালিকায়।আর সেই ভূতুড়ে ভোটার ধরতে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস।বুথে বুথে নজরদারি কমিটি স্ক্রুটিনির বিষয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছে। এরমধ্যে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামের মেগা রাজ্য সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি গড়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়েই ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা তৃণমূল কংগ্রেস যখন জনমত গড়ে, গণতান্ত্রিক পদ্ধতিতে সোচ্চার হচ্ছে, তখন নির্বাচন কমিশন মেনে নিয়েছে,একই এপিক নম্বরে একাধিক রাজ্যের ভোটার রয়েছে। কমিশন প্রথমে না মানলেও এখন তাঁরা ঢোঁক গেলায়, তৃণমূল নেতৃত্বের কটাক্ষ, আসলে মুখ পুড়ে যাওয়ায় মুখ লুকোতে চাইছে কমিশন। এবার ময়দানে নেমে ভোটার তালিকায় স্বচ্ছতার কাজকে জোরদার করে বৃহস্পতিবার তৃণমূল ভবনে বসছে কোর কমিটির বৈঠক। ভুয়ো ভোটারদের বাদ দিয়ে কার্যতঃ তৃণমূল কংগ্রেস বহিরাগত রাজনীতিকদের ফন্দি বানচাল করতে চায় বলে তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করেছে।কাজে আরও গতি আনতে ডাকা হয়েছে সাংগঠনিক বৈঠক। দলনেত্রীর তৈরি করে দেওয়া কোর কমিটির সদস্য এবং জেলার পদাধিকারীদের নিয়ে বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠকে হবে। ভুয়ো ভোটার চিহ্নিত করতে স্ক্রুটিনির কাজে কীভাবে আরও গতি আনা যায়, তা নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হবে। ভোটার তালিকায় নজরদারির জন্য ৩৬জনের কমিটি গঠন মমতার।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের মতোই মুর্শিদাবাদের রানিনগর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সহ একাধিক জায়গায় একই এপিক কার্ড নম্বরে ২’জন ব্যক্তির অস্তিত্ব পাওয়া গিয়েছে। কমিটির ৩৬ জন সদস্যের নাম জানিয়ে দেওয়ার পাশাপাশি সাতদিনের কোর কমিটির বৈঠক ডাকার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার তৃণমূল ভবনের বৈঠকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ছাড়াও সব তৃণমূল জেলা সভাপতি ও চেয়ারম্যানদের বৈঠকে ডাকা হয়েছে। এই বৈঠকে জেলাভিত্তিক পর্যালোচনা হবে।সংবেদনশীল ও স্পর্শকাতর কোন বিধানসভাগুলিতে বাড়তি নজর দিতে হবে, তাও উঠে আসবে আলোচনায়। ভুয়ো ভোটার নিয়ে জেলাভিত্তিক স্ক্রুটিনির কাজে যাতে কোনও খামতি না থাকে, সে সম্পর্কে সুস্পষ্ট বার্তা দেওয়া হতে পারে। বুথের কর্মীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা, এলাকায় বাইরের কেউ আসছে কি না, ভিন রাজ্যের কোনও ভোটারের নাম তালিকায় উঠেছে কি না— এসব বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।গণতন্ত্ররক্ষার সেই নির্দেশকে কার্যকর করতে এই কোর কমিটি পুরোদস্তুর ময়দানে নামার জন্য জেলার সঙ্গে রাজ্যের সুসমন্বয় গড়ে তুলবে বলে তৃণমূল নেতৃত্ব মনে করছেন।