কলকাতা

মুখ্যমন্ত্রীর পুলিশমন্ত্রী পদ থেকে পদত্যাগের দাবি জানিয়ে প্রতিবাদ মিছিল কংগ্রেসের

Congress protest against Mamata Banerjee

The Truth of Bengal: রাজ্যজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে। যার সরাসরি দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার পুলিশমন্ত্রী পদ থেকে পদত্যাগের দাবি জানাল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। তাদের দাবি ফুল টাইম পুলিশমন্ত্রী কাউকে করা হোক। তার কারণ তিনি তার কোনো দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারছেন না বলে অভিযোগ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের। এদিন যদুবাবু বাজারের সামনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ ও প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয়।

মিছিলের মাধ্যমে রাজ্যের দিকে দিকে বোমা এবং অস্ত্র কারখানার প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে। তারই প্রতিবাদে এদিন মিছিলে পা মেলান কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ জানান যে রাজ্যজুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। দিকে দিকে বোমা এবং অস্ত্র উদ্ধার হচ্ছে বলে অভিযোগ প্রদীপ প্রাসাদের। তার অভিযোগ অন্য রাজ্য থেকে ভাড়াটে খুনিদের গল্পকথা দেওয়া হচ্ছে। এমন কি নির্বাচিত প্রতিনিধিরা সুরক্ষিত নেই বলে অভিযোগ প্রদীপ প্রাসাদের।

অন্যদিকে প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের অভিযোগ যে রাজ্যজুড়ে সন্ত্রাস পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই চলছে। একেরপর এক বোমা উদ্ধার , অস্ত্র কারখানার হাদীস পাওয়া যাচ্ছে। দিকে দিকে সন্ত্রাস চলেছ। থানায় মৃত্যুর ঘটনা আমরা দেখতে পাচ্ছি বলে জানান তিনি। তার আরো অভিযোগ নারী নির্যাতন থেকে নিয়ে অগ্নিসংযোগ এবং খুনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে অভিযোগ প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের। এদিন মিছিল শেষে ভবানীপুরের যদুবাবু বাজার মোড়ে একটি সভায় পরিণীত হয় এদিনের  দক্ষিণ কলকাতা কংগ্রেসের প্রতিবাদ মিছিল।

Free Access

Related Articles