সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ, বিটি রোডে ৪ ঘন্টা পর উঠল অবরোধ
Complaints against civic volunteers, 4 hours blockade BT Road

Truth Of Bengal: শনিবার ভোর ৪টে বন্ধ বিটি রোড। অবশেষে প্রায় সাড়ে চার ঘণ্টা পর উঠল অবরোধ। এফআইআর দায়ের করা হয়েছে অভিযুক্ত ট্র্যাফিক সার্জেন্ট এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।
সিঁথির মোড়ে ভোর থেকেই চলছে অবরোধ। ডানলপ থেকে শ্যামবাজার রীতিমত জ্যাম হয়ে যায়। ডানলপের দিকে যাওয়ার রাস্তাও বন্ধ রাখা হয়েছিল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং প্রাক্তনীরা কর্তব্যরত এক পুলিশকর্মীকে ঘিরে রেখে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে এফআইআর করার পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। শুক্রবার রাতে আরজি করের ঘটনার প্রতিবাদে সিঁথির মোড় এলাকায় কর্মসূচির আয়োজন করেছিলেন রবীন্দ্রভারতীর পড়ুয়া এবং প্রাক্তনীরা। আরজি করের ঘটনার বিচার চেয়ে রাতে রাস্তায় প্রতিবাদী স্লোগানও লেখার পাশাপাশি রাত ১১টা থেকে রাস্তার এক দিক বন্ধ করে পথনাটিকাও চলেছিল। সমস্যা শুরু হয় রাত সাড়ে ৩টের দিকে। অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক সিভিক ভলান্টিয়ার পুলিশ লেখা বাইক নিয়ে পড়ুয়াদের ব্যারিকেডে ধাক্কা মারে। এখানেই থামেননি পড়ুয়াদের উদ্দেশে আপত্তিকর মন্তব্যও করেন ওই সিভিক ভলান্টিয়ার। পড়ুয়ারা তাঁকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করলে আরও এক পুলিশকর্মী এসে ওই সিভিক ভলান্টিয়ারকে ছেড়ে দেন। পড়ুয়ারা এতে আরও ক্ষোভ ফেটে পড়ে। পড়ুয়াদের অভিযোগ ওই পুলিশকর্মীও নেশাগ্রস্ত ছিলেন।
বিটি রোড দীর্ঘক্ষণ অবরোধ থাকায় ভোগান্তিতে পরে নিত্যযাত্রীরা। বিপাকে পড়েছিলেন বাসযাত্রীরা। অনেকে বিকল্প হিসাবে মেট্রো ধরতে দমদমের দিকে যাচ্ছেন। অনেকে রাস্তা বন্ধ দেখে ফিরে গিয়েছেন।
শনিবার ভোর ৪টে বন্ধ বিটি রোড। অবশেষে প্রায় সাড়ে চার ঘণ্টা পর উঠল অবরোধ। এফআইআর দায়ের করা হয়েছে অভিযুক্ত ট্র্যাফিক সার্জেন্ট এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।
সিঁথির মোড়ে ভোর থেকেই চলছে অবরোধ। ডানলপ থেকে শ্যামবাজার রীতিমত জ্যাম হয়ে যায়। ডানলপের দিকে যাওয়ার রাস্তাও বন্ধ রাখা হয়েছিল। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং প্রাক্তনীরা কর্তব্যরত এক পুলিশকর্মীকে ঘিরে রেখে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে এফআইআর করার পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। শুক্রবার রাতে আরজি করের ঘটনার প্রতিবাদে সিঁথির মোড় এলাকায় কর্মসূচির আয়োজন করেছিলেন রবীন্দ্রভারতীর পড়ুয়া এবং প্রাক্তনীরা। আরজি করের ঘটনার বিচার চেয়ে রাতে রাস্তায় প্রতিবাদী স্লোগানও লেখার পাশাপাশি রাত ১১টা থেকে রাস্তার এক দিক বন্ধ করে পথনাটিকাও চলেছিল। সমস্যা শুরু হয় রাত সাড়ে ৩টের দিকে।
অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় এক সিভিক ভলান্টিয়ার পুলিশ লেখা বাইক নিয়ে পড়ুয়াদের ব্যারিকেডে ধাক্কা মারে। এখানেই থামেননি পড়ুয়াদের উদ্দেশে আপত্তিকর মন্তব্যও করেন ওই সিভিক ভলান্টিয়ার। পড়ুয়ারা তাঁকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করলে আরও এক পুলিশকর্মী এসে ওই সিভিক ভলান্টিয়ারকে ছেড়ে দেন। পড়ুয়ারা এতে আরও ক্ষোভ ফেটে পড়ে। পড়ুয়াদের অভিযোগ ওই পুলিশকর্মীও নেশাগ্রস্ত ছিলেন। বিটি রোড দীর্ঘক্ষণ অবরোধ থাকায় ভোগান্তিতে পরে নিত্যযাত্রীরা। বিপাকে পড়েছিলেন বাসযাত্রীরা। অনেকে বিকল্প হিসাবে মেট্রো ধরতে দমদমের দিকে যাচ্ছেন। অনেকে রাস্তা বন্ধ দেখে ফিরে গিয়েছেন। যদিও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যেমন স্কুলবাস, অ্যাম্বুল্যান্স কিংবা অন্য কোনও গাড়িকে ব্যারিকেড সরিয়ে যেতে দেওয়া হচ্ছে।