কলকাতা

৫০ লক্ষ চিঠি সংগ্রহ শুরু, রাজধানীতে বড় আন্দোলনের প্রস্তুতি তৃণমূলের

২ তারিখ রাজঘাটে ধরনা কর্মসূচি পালন করা হবে, দুপুর ২ টো পর্যন্ত সেখানে তৃণমূলের অনুষ্ঠান

The Truth of Bengal: বেশ কয়েকটি জনসভায় বার্তা আগেই দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। বকেয়া পাওনার দাবি ৫০ লক্ষ চিঠি সংগ্রহের কাজ শুরু হয়েছে। সেই চিঠি জমা দেওয়া হবে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের দফতরে।

মঙ্গলবার তৃণমূলের তরফে X হ্যান্ডলে একটি বার্তা দেওয়া হয়েছে। লেখা রয়েছে,  তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আওয়াজ উঠছে – ‘দিল্লিতে পৌঁছবে বাংলার গর্জন: হকের টাকা ফেরত চাই এখনই!’

১০০ দিনের বকেয়া টাকার জন্য বারবার দরবার করা হয়েছে দিল্লিতে। কিন্তু কোনও বারই কর্ণপাত করেনি কেন্দ্র এমনটাই অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের তরফে। আর সেই বকেয়া আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষণা মতো বৃহত্তর আন্দোলনের পথে নামছে তৃণমূলকংগ্রেস। আগামী ১ অক্টোবর দলের শীর্ষ নেতৃত্বের তরফে দলের সকলকে দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ২ তারিখ রাজঘাটে ধরনা কর্মসূচি পালন করা হবে। দুপুর ২ টো পর্যন্ত সেখানে তৃণমূলের অনুষ্ঠান। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩টের পর রয়েছে জমায়েত ও প্রতিবাদ। ৩ তারিখ যন্তরমন্তরে রয়েছে ধরনা অবস্থান কর্মসূচি। সেখান থেকে পদযাত্রা করে কৃষিভবন যাবেন তৃণমূলের নেতারা। হাতে করে নিয়ে যাওয়া হবে ৫০ লক্ষ চিঠি। আর সেই চিঠি সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে তৃণমূলের নেতা কর্মীরা।

এই কর্মসূচি নিয়ে চলতি সপ্তাহের শেষেই প্রচারে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতি ও শুক্রবার তাঁর ভারচুয়াল সমাবেশ হওয়ার কথা রয়েছে। ব্লক স্তরে দলীয় কার্যালয়ে জায়ান্ট স্ক্রিনে সম্প্রচারিত হবে অভিষেকের ভাষণ। মঙ্গলবার X হ্যান্ডলে অভিষেকের বার্তা, দ্রুত বকেয়া মেটানোর দাবিতে ৫০ লক্ষ চিঠি নিয়ে দিল্লির দরবারে বিশাল আন্দোলন গড়ে তোলা হবে।

Related Articles