কলকাতা

রাজ্যে বিনিয়োগ টানার লক্ষ্যে স্পেন সফরে মমতা, পাঁচ বছর পর ফের বিদেশযাত্রা

Mamata Banerjee on 12-day visit to Spain, UAE

The Truth of Bengal: গত কয়েক বছরে রাজ্যে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ হয়েছে। রাজ্য সরকারের সহযোগিতায় ও পরিকল্পনায় ক্ষুদ্রশিল্প অনেকটাই চাঙ্গা হয়েছে। কিন্তু তিনি চান রাজ্যে শিল্পে গতি আনতে বিদেশী বিনিয়োগ ও পুঁজি প্রয়োজন। সেই লক্ষ্যে মঙ্গলবার বিদেশ সফরের উদ্দেশে রওনা দেন তিনি।

১২ দিনের সফরে স্পেন ও দুবাই গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশি উদ্যোগপতি ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করবেন তিনি। সোমবারই নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমি ৫ বছর পর যাচ্ছি। অনেক আমন্ত্রণ থাকলেও ৫ বছর যাওয়ার অনুমতি পাইনি আমরা। এখনও অনেক আমন্ত্রণ আছে। কিন্তু বেশি দূরে আমি যেতে চাই না। কারণ, এমার্জেন্সি হলে যাতে আমি ফিরে আসতে পারি।” এই বিদেশ সফর নিয়ে তিনি বলেছেন, চলচ্চিত্র উৎসব থেকে বইমেলা, স্পেন আসে। বিজিবিএসেও তারা থাকবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে৮টা নাগাদ দুবাইগামী বিমান ছাড়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণ বশত প্রায় দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে বলে জানা যায়। তবে বিমান কেন দেরিতে ছাড়ল, তার স্পষ্ট কারণ জানা যায়নি।

প্রশাসনিক সূত্রের খবর, স্পেন সফরে মাদ্রিদের পাশাপাশি বার্সেলোনা যাবেন মুখ্যমন্ত্রী। বৈঠক করার সম্ভাবনা রয়েছে লা লিগা কর্তার সঙ্গেও। বিষয়টি লা লিগার তরফে এক্স প্লাটফর্মেও জানানোও হয়েছে। বার্সেলোনায় ফুটবল নিয়ে একটি মউ সাক্ষরেরও সম্ভাবনা রয়েছে। এবার মমতার সফরসঙ্গী হচ্ছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের তিন প্রতিনিধি।

Related Articles