
The Truth of Bengal: সরকারি কর্মচারিদের জন্য কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে রাজ্য প্রশাসনে কর্মরত জেলার আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক তিনি জানিয়েছেন, সরকারি কর্মীরা ঠিকঠাক কাজ না করলে বরখাস্ত করা হতে পারে। সেই সঙ্গে সরকারি কর্মীদের মন দিয়ে কাজ করতে হবে। প্রয়োজনে কর্মীদের শনি ও রবিবার দফতরে আসতে হতে পারে। এমনকী যখন তখন ছুটি নেওয়া চলবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
আগামী ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত জনসংযোগ কর্মসূচি চলবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই এই বৈঠক ডেকেছেন তিনি। বুধবার বিকেলের এই বৈঠকে সব দফতরের সচিব এবং জেলাশাসকরা উপস্থিত ছিলেন। ছিলেন এসপি-রাও। নবান্ন সূত্রে খবর, জনসংযোগ কর্মসূচি শুরুর আগে জেলাশাসক ও বিভিন্ন দফতরের প্রধান সচিবদের সঙ্গে বৈঠকে এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, সরকারি কাজে গাফিলতির নিয়ে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে কেন্দ্রীয় আইনের ৫৬ জে ধারা প্রয়োগ করতেও পিছপা হবেন না। প্রসঙ্গত, ৫৬ জে ধারার মাধ্যমে সরকারি আধিকারিক ও কর্মচারীদের ‘বাধ্যতামূলক অবসর’ দিতে পারে প্রশাসন।
Free Access