লন্ডন-কলকাতা সরাসরি বিমান পরিষেবা চালুর দাবি মুখ্যমন্ত্রীর
CM demands launch of London-Kolkata direct flight

Truth of Bengal: লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালুর দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার লন্ডনের ভারতীয় হাই কমিশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “লন্ডন থেকে বাংলা বেশি দূরে নয়। কিন্তু একটা সরাসরি বিমান চাই।”
মুখ্যমন্ত্রী এই সফরের আগেই সমস্যার মুখে পড়েছিলেন। হিথরো বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে তাঁর সফরসূচিতে পরিবর্তন আনতে হয়। এই ঘটনাকে তুলে ধরে তিনি বলেন, “বাংলা খুব দূরে নয়, কিন্তু লন্ডন থেকে একটা সরাসরি বিমান হলে খুব ভালো হয়। আমি ইউকের অ্যাম্বাস্যাডরকে বলব বিষয়টি দেখার জন্য। আগে ব্রিটিশ এয়ারওয়েজের পরিষেবা ছিল, এখন আবার যদি সরাসরি বিমান চালু হয়, তাহলে সুবিধা হবে।”
তিনি আরও জানান, যেখানে ৮ ঘণ্টায় লন্ডন পৌঁছানোর কথা ছিল, সেখানে এই সফর ১৮ ঘণ্টা সময় নিয়েছে। এতে তাঁর সমস্ত আমন্ত্রণ রক্ষা করাও কঠিন হয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “হিথরোর ঘটনার জন্য সব পরিকল্পনা এলোমেলো হয়ে গেল। আমাদের ৩০ জন একসঙ্গে আসার কথা ছিল। কিন্তু ৮ ঘণ্টার সফর ১৮ ঘণ্টা হয়ে গেল। তার আগের ২৪ ঘণ্টা শুধু চিন্তায় কেটেছে—টিকিট বাতিল হবে কি না, সে নিয়েও অনিশ্চয়তা ছিল।”
শনিবার সন্ধ্যায় কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডন পৌঁছান মুখ্যমন্ত্রী। লন্ডনে ভারতীয় হাই কমিশনে তিনি জানান, কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু হলে দুই শহরের মধ্যে যাতায়াত আরও মসৃণ এবং আরামদায়ক হবে। এখন দেখার, এই বিষয়ে কত দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।