কলকাতা
কলকাতা বিমানবন্দরে সিআইএসএফ কনস্টেবলের ঝুলন্ত দেহ উদ্ধার
CISF jawan's hanging body found at Kolkata airport

Truth Of Bengal: বুধবার সকালে কলকাতা বিমানবন্দরের ইন্টারন্যাশনাল কার্গোর সিআইএসএফ ব্যারাকে উদ্ধার করা হয় এক সিআইএসএফ কনস্টেবলের ঝুলন্ত দেহ। এই ঘটনয় রীতিমত শোরগোল শুরু হয়েছে এলাকায়। নিহত কনস্টেবলের নাম রঘুনাথ পাল, তিনি বর্ধমান হিরাপুরের বাসিন্দা।
এদিন সকালে সিআরপিএফ অন্য কর্মীরা প্রথম তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায়। এরপরে তারা এনএসসিবিআই থানায় খবর দেয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই বিষয়ে তথ্য জানতে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। সেখানে জানা যায়, নিহত ওই কনস্টেবল প্রচুর ঋণে ডুবে ছিল। যার জেরে বেশ কিছুদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারকেও এই গোটা বিষয়টি তিনি জানিয়েছিল। ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের। তবে এর নেপথ্যে অন্য কিছু লুকিয়ে আছে কিনা তাও ক্ষতিয়ে দেখছে পুলিশ।