কলকাতা

২ দিন আগেই রাজভবন সেজে উঠল আলোর রোশনাইতে! বড়দিনে উৎযাপন করলেন রাজ্যপাল

Christmas Celebration at Raj Bhawan

The Truth of Bengal: রাজভবনে বড়দিন উদযাপনে নাচ-গানের আমেজে মাতোয়ারা সকলে। আলোর মালা দিয়ে সাজিয়ে দেও পুরো রাজভবন চত্বর। সস্ত্রিক রাজ্যপাল সিভি আনন্দ বোস উপস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল এই উৎসব। আমন্ত্রণ করা হয়েছিল বিভিন্ন মিশনারি স্কুলের ছাত্র-ছাত্রীদের।

উপস্থিত ছিলেন বিভিন্ন চার্চের ফাদার ও সিস্টাররা, ও বিশেষ অতিথিরা। এক ঘন্টার অনুষ্ঠানে বিভিন্ন নাচ গানের পরিবেশনা করেন ছাত্র-ছাত্রীরা। শুরুতেই ক্যারল গানের মাধ্যমে নৃত্য পরিবেশন করেন একটি স্কুলের ছাত্রীরা।

এরপর একটি স্কুলের ছাত্র-ছাত্রীরা সান্তা ক্লজ সেজে জিঙ্গেল বেল গানের নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, বড়দিন একটি ধর্মীয় উৎসব হলেও এটি সকলের জন্য একটি মিলনমেলা। এদিন আমরা সকলে একসাথে আনন্দ করি। তিনি সকলকে বড়দিনের অগ্রিম শুভেচ্ছা জানান।

Free Access

Related Articles