কলকাতা
‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে মুখ্য সচিবের বৈঠক
Chief Secretary's meeting to expedite work on 'Banglar Bari' project

Truth of Bengal: জয় চক্রবর্তী: ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজে গড়িমশি বরদাস্ত করা হবে না। উপভোক্তারা ইতিমধ্যেই দুই কিস্তির ১ লক্ষ ২০ হাজার টাকা পেয়েছেন। তাহলে বিভিন্ন জেলায় শতাংশের হার এত কম কেন? বিষয়টি নিয়ে মুখ্য সচিব গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পঞ্চায়েত দপ্তরের সঙ্গে। নবান্ন সূত্রে খবর, মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন, শুধুমাত্র খাতায়-কলমে নয় গ্রাউন্ড লেভেল ভিজিট করা অত্যন্ত প্রয়োজন। উপভোক্তাদের সমস্যা দেখে সেটা সমাধান করতে হবে অফিসারদের। বেশ কিছু জেলায় ৫০ শতাংশের বেশি কাজ হয়নি। সমস্ত জেলায় এই প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে নির্দেশ মুখ্য সচিবের।