কলকাতা

লন্ডনে পার্লামেন্ট স্কোয়ারে গান্ধী প্রণাম মুখ্যমন্ত্রীর

Chief Minister pays obeisance to Mahatma Gandhi at Parliament Square in London

Truth of Bengal: লন্ডন সফরের চতুর্থ দিনে প্রাতঃভ্রমণে বেরিয়ে পার্লামেন্ট স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু শ্রদ্ধা জানানো নয়, সেখানে দাঁড়িয়ে হাত জোড় করে তাঁর প্রার্থনা, “বাপুজি, সংবিধানকে বাঁচিয়ে রেখো।” এই মুহূর্তে ভারতের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তাঁর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিরোধীদের অভিযোগ, মোদি সরকারের শাসনকালে দেশের গণতন্ত্র সংকটে। আন্তর্জাতিক মহলও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান্ধীপ্রণাম যেন এক নীরব প্রতিবাদ। বিশেষজ্ঞদের মতে, এটা শুধু এক সাধারণ শ্রদ্ধাজ্ঞাপন নয়, বরং মোদি সরকারের প্রতি তাঁর স্পষ্ট বার্তা— সংবিধান ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব সরকারকেই নিতে হবে।

মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মহাত্মা গান্ধীর আদর্শকে অনুসরণ করেছেন। এর আগেও তিনি বিভিন্ন সময়ে সংহতি ও শান্তির বার্তা দিতে গিয়ে গান্ধীর নাম উল্লেখ করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে তাঁর এই বার্তা আরও গভীর তাৎপর্য বহন করছে। সংসদ থেকে রাজপথ— বিরোধীরা যেখানে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে সরব, সেখানে মমতার লন্ডন সফরের এই ঘটনা স্বাভাবিকভাবেই নতুন মাত্রা যোগ করেছে।

তৃণমূল নেত্রীর এই বক্তব্যকে হালকাভাবে নেয়নি বিজেপি। দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, “কংগ্রেসের আমলেও সংবিধান বিপন্ন ছিল, তখন তিনি কংগ্রেসেই ছিলেন। তখন কি মনে হয়নি? এখন গান্ধীজি নিশ্চিন্ত, কারণ সংবিধান তাঁর ভক্তদের হাতেই রয়েছে।”

লন্ডন সফরে শুধুমাত্র রাজনৈতিক বার্তাই নয়, বাংলার শিল্প ও বিনিয়োগ বৃদ্ধির জন্যও কাজ করছেন মুখ্যমন্ত্রী। বুধবার বাংলার প্রতিনিধি দল ব্রিটেনের শিল্পপতিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠকে অংশ নেবে। মুখ্যসচিব মনোজ পন্থ ও শিল্পসচিব বন্দনা যাদবের উপস্থিতিতে ব্রিটেনের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় শিল্পপতি বৈঠকে থাকবেন।

এর আগে সকালে হাঁটতে বেরন মুখ্যমন্ত্রী, তাঁর সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। তবে, রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই সফরের মূল বার্তা শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্ক মজবুত করাই নয়, বরং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে এক ধরনের বার্তা দেওয়া।

লন্ডন সফরে মমতার এই সংবিধান রক্ষার আবেদন আদতে বিরোধীদের প্রতিবাদী অবস্থানেরই প্রতিফলন, নাকি এর গভীরে রয়েছে আরও বড় কোনো বার্তা? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

Related Articles