সন্তোষ ট্রফি জয়ী ফুটবলারদের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
Chief Minister issues job appointment letters to Santosh Trophy winning footballers

Truth Of Bengal: ধনধান্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘ছাত্র সপ্তাহ-২০২৫’ অনুষ্ঠানে সন্তোষ ট্রাফি জয়ী ফুটবলারদের হাতে নিয়োগ পত্র তুলে দেন। এবছর সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। চ্যাম্পিয়ন দলের সদস্যদের আগেই নবান্নে সংবর্ধনা দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওই দিন ঘোষণা করেছিলেন জয়ী দলের সদস্যদের সরকারি চাকরি দেবে রাজ্য সরকার।
কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণার এক সপ্তাহের মধ্যেই সন্তোষজয়ী ফুটবলারদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার দক্ষিণ কলকাতার ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত ‘ছাত্র সপ্তাহ’ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন সন্তোষ ট্রফি জয়ী ফুটবলাররা।
এদিন তাদেরকে মঞ্চে ডেকে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। চাকরির নিয়োগ পত্র পেয়ে খুশি তরুন ফুটবলাররা। রাজ্য সরকার এইভাবে পাশে থাকলে বাংলা থেকে আরও প্রতিভাবান ফুটবলাররা উঠে আসবে বলে মনে করেন তাঁরা। আগামী দিনে গ্রাম বাংলা থেকে আরো অনেক প্রতিবাগান ছেলে-মেয়ে ক্রীড়া জগতে সামনে সারিতে উঠে আসবে বলে মনে করছেন এই সন্তোষ বিজয়ী ফুটবল দলের সদস্যরা।