সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, অর্থ প্রদান শুরু ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পে, বরাদ্দ ৩৫০ কোটি
Chief Minister gives good news, disbursement of funds started for 'Bangla Crop Insurance' scheme, allocation of Rs 350 crore

Truth Of Bengal: বুধবার মুখ্যমন্ত্রী নিজের ফেসবুক ও টুইটারে ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের আওতায় থাকা মানুষদের জন্য এক সুখবর জানিয়েছেন। সেখানে তিনি জানান, বাংলার ৯ লক্ষ কৃষকদের অ্যাকাউন্টের মাধ্যমে তাদের কাছে তাদের ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের টাকা পৌঁছানোর প্রক্রিয়া শুরু করা হয়েছ। যার জন্য বরাদ্দ রয়েছে ৩৫০ কোটি টাকা।
এদিন তিনি পোস্ট করে লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের আওতায় আমরা বাংলার ৯ লক্ষ কৃষককে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ৩৫০ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি খরিফ মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল, তাঁদের এই সহায়তা করা হচ্ছে। ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না। কারণ, আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়।’
I am very happy to announce that under ‘Bangla Shasya Bima’ scheme, we are now releasing Rs. 350 crore directly into the bank accounts of 9 lakh farmers.
This assistance is being provided to all the farmers whose crops have been damaged due to adverse weather conditions during…
— Mamata Banerjee (@MamataOfficial) January 8, 2025
এর সঙ্গে তিনি যুক্ত করেছেন, ‘এটা আমাদের গর্ব যে, ২০১৯ সালে চালু হবার পর থেকে কেবলমাত্র ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পেই আমাদের সরকার ১ কোটি ১২ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট ৩ হাজার ৫৬২ কোটি টাকা সহায়তা প্রদান করেছে। আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো।’