
The Truth of Bengal: গ্রিন ট্রাইবুনালের নির্দেশ মেনে বিগত বছর গুলি থেকেই শহরের রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের ছট পুজো নিষিদ্ধ। ১৮ তারিখ রাত দশটা থেকে ২০ তারিখ দুপুর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে রবীন্দ্র সরোবর। রীতি মেনে ছট পুজোর আয়োজন করতে যাতে কোন সমস্যা না হয়,তার জন্য তৎপর কলকাতা পুর সংস্থা।
শহরে মোট 150 টি জায়গায় ছট পুজোর আয়োজন করা হয়েছে কুড়িটির মতো কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে পুরো সংস্থার তরফে।কৃত্তিম জলাশয়ের পাশাপাশি বেশ কয়েকটি জলাশয় নতুন ঘাট সুসজ্জিত করে দেওয়া হয়েছে পুরসভার তরফে যাতে ছট পূজোর আয়োজনে কোনো রকম সমস্যা না হয়।
তার জন্য নজর রাখছেন মেয়র ফিরাদ হাকিম।ছট পুজো মিটে গেলে কলকাতা পুরসভার তরফে যে অস্থায়ী জলাশয় গুলি তৈরি করা হবে। সেগুলো আবার ভেঙে ফেলা হবে বলেই জানান মেয়র পারিষদ সদস্য দেবাশীষ কুমার। একই সঙ্গে অপ্রীতিকর ঘটনা এড়াতে জলাশয় গুলিতে থাকছে পুলিশে নিরাপত্তা।