কলকাতা

পিছিয়ে গেল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন

Charges in initial recruitment corruption case postponed

Truth of Bengal: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া সোমবার পিছিয়ে গেছে। ইডির বিশেষ আদালতে চারজনের বিরুদ্ধে এই মামলায় চার্জ গঠনের কথা ছিল, কিন্তু তার আগেই অভিযুক্তদের পক্ষ থেকে নতুন আবেদন করা হয়।

কুন্তল ঘোষ, তাপস মণ্ডলসহ যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাঁরা মামলায় অব্যাহতি চেয়ে নতুন মামলা দায়ের করেছেন। এতে আদালতের চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে যায়। মামলার অন্তর্ভুক্ত ৯ জনের মধ্যে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী শতরূপা, ছেলে শৌভিক এবং ব্যবসায়ী সুশীল মেহতা-সহ সবাই এই আবেদন করেছেন।

এছাড়া সুশীল মেহতার আইনজীবী আদালতে দাবি করেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এককভাবে চার্জ গঠন করা হোক, কারণ অন্যান্য অভিযুক্তদের আইনজীবীরা ১০ হাজার পাতার নথি পরার সময় পাননি।

সূত্র জানায়, মঙ্গলবার এই মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে। তবে, তা নির্ভর করছে আজ দুপুরের শুনানির ফলের ওপর। যদি ৯ জনের আবেদন মঞ্জুর হয়, তবে ইডিকে নতুন মামলা সাজাতে হবে। আর আবেদন খারিজ হলে, মঙ্গলবার আদালতে হাজির করে চার্জ গঠন হতে পারে।

এখন পর্যন্ত কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্ত রয়েছেন।

Related Articles