যোগেশ চন্দ্র কলেজের গভর্নিং বডিতে পরিবর্তন, নতুন সভাপতি হলেন অরূপ বিশ্বাস
Changes in the governing body of Yogesh Chandra College, Arup Biswas is the new president

Truth of Bengal: সরস্বতী পুজো নিয়ে বিতর্কের মাঝেই যোগেশ চন্দ্র কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে সরানো হল দেবাশিস কুমারকে। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর এই রদবদলের বিজ্ঞপ্তি জারি করেছে।
দিন কয়েক আগে দক্ষিণ কলকাতার যোগেশ চন্দ্র কলেজে সরস্বতী পুজোর আয়োজন ঘিরে বিতর্ক দেখা দেয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের নির্দেশ মেনে কলেজের আইন বিভাগের উদ্যোগে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। তবে, কলেজের বাইরে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয় এবং পরিচয়পত্র দেখিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
এই পরিস্থিতিতে রবিবার কলেজে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সাংসদ মালা রায়। তাঁদের দেখেই আইন বিভাগের ছাত্রছাত্রীরা “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে শিক্ষামন্ত্রী চারজন ছাত্রছাত্রীকে অধ্যক্ষের ঘরে ডেকে সমস্যার কথা শোনেন।
এরপরই মঙ্গলবার উচ্চ শিক্ষা দপ্তর নতুন সিদ্ধান্ত নেয়। দক্ষ প্রশাসক হিসেবে পরিচিত মন্ত্রী অরূপ বিশ্বাসকে যোগেশ চন্দ্র কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিনই মধ্য কলকাতার চিত্তরঞ্জন কলেজের গভর্নিং বডিতেও পরিবর্তন আনা হয়। বিধায়ক বিবেক গুপ্তাকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে শিল্পমন্ত্রী শশী পাঁজাকে। তাঁর সঙ্গে নতুন কমিটিতে যুক্ত হয়েছেন কাউন্সিলর সুপর্ণা দত্ত ও মোনালিসা বন্দ্যোপাধ্যায়।