চাঁদিফাটা গরম, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস
Chandiphata is hot, when will we get relief? Says the Meteorological Office

Truth Of Bengal: বেলা গড়ালেই বইছে লু। তাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে আমজনতার। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর থেকে এল বড় আপডেট। হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, রবিবার আরও বাড়বে তাপমাত্রা। এদিন তাপপ্রবাহের সতর্কবার্তা পশ্চিমের ছয় জেলায় জারি হয়েছে। আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা।
এদিন বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। তাপমাত্রা ছাড়িয়েছে প্রায় ৪০ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। এখান থেকে স্পষ্ট যে, এদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে।
শুধু রবিবার নয় সোমবার থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে জারি তাপপ্রবাহের সতর্কতা। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। তবে বুধবার থেকে কিছুটা হলেও বদল হবে আবহাওয়ার। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড় বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে।
অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সোমবার থেকে নতুন সপ্তাহে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬০ থেকে ৯৩ শতাংশ।