দুর্গাপুজোয় এবার চমক 11D, উত্তর কলকাতার মণ্ডপে থিম লাস ভেগাসের ‘স্ফিয়ার’
Chamak 11D on Durga Puja, North Kolkata Mandapam theme Las Vegas 'Sphere'

The Truth of Bengal: দুর্গাপুজোয় আবার চমক দিতে চলেছে কলকাতার অতি জনপ্রিয় পুজো কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার। এবার সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপকে আরও আকর্ষণীয় করে তুলতে খুঁটিপুজোর মধ্যে দিয়ে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। লেবুতলা পার্কের প্রাঙ্গনে ফুটে উঠবে লাস ভেগাসের বিখ্যাত স্ফিয়ার। আমেরিকার লাস ভেগাসের স্ফিয়ারের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। এই মণ্ডপের মূল আকর্ষণ বহুমাত্রিক শো – 11D।
উদ্যোক্তাদের দাবি, দুর্গাপুজো মানে তো নারীশক্তি, মাতৃশক্তির আরাধনা। ঐতিহ্য আর উন্নত প্রযুক্তির মধ্যে দিয়ে তুলে ধরা হবে এবারের পুজো। ক্লাব সদস্যদের আশা তাদের পুজো সেরা পুজোর তকমা পাবে। সন্তোষ মিত্র স্কোয়ার প্রতিবারই পুজোয় নয়া থিম ভাবনায় চমক দেয়। কখনও UFO-র, তো কখনও সৃজন ভাবনায় উঠে এসেছে দিল্লির লালকেল্লা। আর গত বছর তো রামমন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে বিরাট চমক দিয়েছিলেন উদ্যোক্তারা।
গত বার এতই ভিড় হয় যে ভিড় সামলাতে মণ্ডপের একদিকের প্রবেশদ্বার বন্ধ করে দিতে হয়। আগাম ঝলকেই নজর কেড়েছে এই পুজোর প্রস্তুতি। দুর্গাপুজোয় মণ্ডপে 11D ভিউ থাকার সম্ভাবনা। ফলে এবছরও যে সন্তোষ মিত্র স্কোয়ার বড়সড় চমক দিতে চলেছে, তা স্পষ্ট। পুজোর বাজারে দর্শকের ভিড় সামলাতে উত্তর কলকাতার এই বিখ্যাত মণ্ডপ যে হিমসিম খেতে চলেছে তা বোঝাই যাচ্ছে।