সাতসকালেই মেট্রো বিভ্রাট, নাকাল যাত্রীরাস পাতালরেলের ভিড় উঠে এলো রাজপথে
Kolkata Metro Problem

The Truth of Bengal: যান্ত্রিক ত্রুটির কারণেই আচমকাই বন্ধ হয়ে গেল কলকাতা মেট্রোর একাংশ। কালীঘাট মেট্রো স্টেশনের তৃতীয় লাইনে যান্ত্রিক ত্রুটি হওয়ায় আটকে যায় আপ লাইনের একটি ট্রেন। সূত্রের খবর, ইনসুলেটরের সমস্যার কারণে জরুরি ভিত্তিতে বিদ্যুৎতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা জারি রাকা হয়।
অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা চালু থাকে। এবং রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা পাওয়ার ব্লক করে দেওয়া হয়। ফলে অফিস টাইমে বহু যাত্রী বিপাকে পড়েন।মেট্রো সূত্রের খবর, আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায়, কয়েকটি স্টেশনে আটকে পড়েন যাত্রীরা। খবর পেয়েই ঘটনাস্থলে যান মেট্রোর ইঞ্জিনিয়াররা। প্রায় চার ঘণ্টা ধরে কাজ চলতে থাকে। কিন্তু এই বিভ্রাটের আসল কারণ কী, তা জানা যায়নি মেট্রোর তরফে।
পুজো আসতে আর কয়েকটা দিন বাকি, পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকটি জায়গায়। বাজারও শুরু হয়ে গিয়েছে, ফলত, কলকাতার মূল কেন্দ্রবিন্দু চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড বেশ কয়েকটি রাস্তা বেশ জমজমাট হচ্ছে। কলকাতা শহরের লাইফলাইন মেট্রো শহরের বিপুল পরিমাণ ভিড়ের একটা বড় অংশকে বহন করে। এই পরিস্থিতির মধ্যে মেট্রোর একাংশে সমস্যা দেখা দেওয়ায় স্বভাবতই পুরো ভিড় রাস্তায় উঠে আসে। ফলত বাসগুলিতে ব্যাপক ভিড় দেখা যায়। দীর্ঘক্ষণ নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।