কেন্দ্রীয় রিপোর্টে কলকাতা ফের ‘প্রাণের বাতাস’ – জানালেন মুখ্যমন্ত্রী
Central report says Kolkata is 'breathing life' again - CM

Truth Of Bengal: জয় চক্রবর্তী: ফের তিলোত্তমা কলকাতার মুকুটে পালক। বাতাসের গুণমান সূচক অনুযায়ী ধূলিকণা মুক্ত প্রাণের বাতাসে দেশের প্রথম তিন প্রধান শহরের মধ্যে স্থান পেয়েছে কলকাতা। কেন্দ্রীয় সরকারি রিপোর্টে এ কথা উল্লেখ করে রাজ্য সরকারকে সাধুবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে কলকাতার এই ‘ সুখবর ‘ শেয়ার করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি কলকাতাবাসীকে এজন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। কেন্দ্রের পাঠানো রিপোর্টে রাজ্যকে জানানো হয়েছে দেশের প্রধান শহর গুলোকে নিয়ে শহর এলাকার বাতাস কতটা প্রাণহাতি বা দূষণের ধূলিকণা কি মাত্রায় রয়েছে তা নিয়ে একটি বিশেষ সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষার মাধ্যমে তথ্যের নিরিখে জানা গেছে দেশের প্রধান তিনটি শহর যেখানে প্রাণ খোলা হাওয়ায় শ্বাস নিতে পারছেন শহরবাসী তার মধ্যে রয়েছে প্রাণের কলকাতা। এজন্য শহর কলকাতাকে পুরস্কৃত করা হবে বলেও কেন্দ্রীয় রিপোর্টে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ” স্বচ্ছ ও সজীব এবং সুন্দর শহর কলকাতার এই সাফল্যে কলকাতাবাসির কাছে আমরা কৃতজ্ঞ। কলকাতায় গোটা দেশকে পথ দেখায় সেই ঐতিহ্য মিনিং এর কলকাতার মুকুটে আরও একটি পালক।”