কলকাতা

১ বৈশাখ থেকে বাড়ি বদলে নতুন ঠিকানায় সিবিআই

CBI shifts new house from bengali new year

Truth Of Bengal: নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্স  নয়। এবার থেকে সিবিআইয়ের  নয়া ঠিকানা। নিউটাউনে এনবিসিসি স্কোয়ারে হতে চলেছে সিবিআইয়ের নতুন ঠিকানা। নিউটাউনের ওই বহুতলের চার তলায় হচ্ছে তদন্তকারী সংস্থার এই  অফিস। জানা গিয়েছে,  বাংলা নববর্ষ থেকেই নিউটাউনেই নতুন অফিস বসতে  চলেছে।

সিবিআই অফিসাররা এখন ব্যস্ত নতুন অফিসকে গোছাতে। বেশ কয়েকদিন ধরেই নিজাম প্যালেস থেকে গুরুত্বপূর্ণ মামলার নথি থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র সরানো হচ্ছে নতুন অফিসে। সব ঠিকঠাক গোছানো হলেই বাংলা নববর্ষ থেকেই নতুন ঠিকানায় বসতে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বলা বাহুল্য, আগে  নিজাম প্যালেস এবং  সিজিও কমপ্লেক্সে হত সিবিআইয়ের কলকাতা শাখার মূল কাজকর্ম। আর এবার একই ছাতার তলায় হতে চলেছে ইকোনমিক অফেন্স ব্রাঞ্চ ,  অ্যান্টি করাপশন ব্রাঞ্চ , স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ , ব্যাঙ্ক সিকিউরিটিস এন্ড ফ্রড ব্রাঞ্চ এবং  ইকনোমিক অফেন্স ব্রাঞ্চের সমস্ত কাজ।

সিবিআইয়ের নয়া অফিসে পাহারার দায়িত্বে রয়েছে সিআরপিএফ। ২৫ থেকে ৩০ জওয়ান সর্বক্ষণ নিরাপত্তার দায়িত্বে থাকবেন। তবে কী কারণে ঠিকানা বদলাতে চলেছে সিবিআই তা এখন স্পষ্ট নয়।

 

Related Articles