কলকাতা

সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাইল সিবিআই

CBI seeks death penalty for Sanjay

Truth Of Bengal: সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চাইল সিবিআই। আদালতে জানানো হয়, এটি বিরলের মধ্যে বিরলতম অপরাধ। আর জি করের তরুনি চিকিৎসকের ধর্ষন ও খুনের ঘটনার জন্য আদালতে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চাইল সিবিআই। ফাইনাল ক্লোজিং সাবমিশনে এমনটাই উল্লেখ করেছে সিবিআই। আরজি কর নির্যাতনে এক ও একমাত্র অভিযুক্ত সঞ্জয়।

Related Articles