পার্থঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সিবিআই হানা! নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির
CBI raid in tmc councilor’s house

The Truth of Bengal: ফের শহর কলকাতার একাধিক জায়গাতে সিবিআইয়ের তল্লাশি অভিযান। এবার কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে সিবিআই এর তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই কাউন্সিলর। বৈষ্ণব ঘাটার পাটুলি টাউনশিপের বাড়িতে তল্লাশি অভিযান চলছে।
এছাড়া বিধান নগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে ও সিবিআই আধিকারিকরা তল্লাশির জন্য এসেছেন। বিধান নগর পুরসভার মেয়র পরিষদ দেবরাজ। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল ৯:১০ মিনিটে হানা দেয় সিবিআই। তবে সেই সময় বাড়িতে কাউন্সিলর ছিলেন না। তিনি আসেন ৯টা ৪০ নাগাদ
অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে সিবিআই তল্লাশি। ডোমকল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই হানা দিয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদ ও কোচবিহারেও হানা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে চলছে অভিযান। কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে স্থানীয় দুই তৃণমূল কাউন্সিলর।
Free Access