কলকাতা

গরমে ত্রাহি ত্রাহি রব, রাজস্থানের জয়সলমিরকে হারিয়ে দিচ্ছে কলকাতা

Calcutta is beating Rajasthan's Jaisalmer in the heat of Trahi Trahi Rab

The Truth Of Bengal : গরমে এখন হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। কোথাও এতটুকু স্বস্তি পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে অনেক বেশি আরাম পাওয়া যাবে মরুরাজ্য রাজস্থানের জয়সলমিরে। মহানগর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪১ ডিগ্রি ছুঁইছুঁই। জয়সলমেরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। সবচেয়ে বেশি গরম ছিল পানাগড়ে। সেখানে পারদ পৌঁছে যায় ৪৫.১ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৮.৩ ডিগ্রি বেশি। তারপর দ্বিতীয় স্থানে আছে বাঁকুড়া। রোদে উত্তপ্ত হয়ে ওঠা লাল মাটির জেলায় তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি। মেদিনীপুর সমানে টেক্কা দিয়চ্ছে। আগামী বুধবার পর্যন্ত অতিতীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা জারি আছে দক্ষিণবঙ্গে। সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টিতে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি তাপমাত্রা থাকবে। দক্ষিণবঙ্গের ৬ জেলায় চরম তাপপ্রবাহ চলবে। বাকি জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা আছে। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরও বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে লু-এর পরিস্থিতি চলবে। তাপমাত্রা ৪৫ ডিগ্রির ঘরে আছে।

দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা আছে শুক্রবার পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় চরম তাপপ্রবাহ বা সিভিয়ার হিট ওয়েভ-এর সতর্কবার্তা জারি করা আছে। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে। নীচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। মালদা উত্তর ও দক্ষিণ জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি। ওপরের দিকে জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তরবঙ্গের ওপরের দিকের পার্বত্য জেলাগুলিতে। মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে।

Related Articles