কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মুর্শিদাবাদে অশান্তি মোকাবিলায় পুলিশকে সাহায্য করবে বাহিনী
Calcutta High Court Division Bench orders forces to help police in dealing with unrest in Murshidabad

Truth Of Bengal: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি জায়গায় পরিস্থিতি অগ্নিগর্ভ। পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট, দোকান ভাঙচুরের মত ঘটনা ঘটে। গোটা পরিস্থিতি কঠোর হাতে মোকাবিলা করে পুলিশ।
রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ইতিমধ্যে ঘটনাস্থলে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মুর্শিদাবাদ-এর এই উদ্ভূত পরিস্থিতিতে পুলিশকে সাহায্যের জন্য সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল। শনিবার কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে একটি মামলার শুনানি হয়। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ ডিভিশন বেঞ্চ মৌখিকভাবে জানান কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সাহায্য করবে। তবে পুলিশের কাজ নিয়ে কোন অসন্তোষ প্রকাশ করেনি ডিভিশন বেঞ্চ।
নতুন করে সেখানে বড় ধরনের কোন অশান্তির আবহ ছড়ালে যাতে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সে কারণেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় আদালত। কেন্দ্রীয় বাহিনী যাতে তৎপরতার সঙ্গে পুলিশকে সহযোগিতা করতে পারে সে কারণেই এই নির্দেশ বলে মনে করছে পর্যবেক্ষক মহল। এদিন আদালতে রাজ্যের আইনজীবী অর্ক নাগ জানান, রাজ্য পুলিশ দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। এই ঘটনায় ১৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে রয়েছেন এডিজি পদমর্যাদার পুলিশ কর্তারা।