কলকাতা
মোহন ভাগবতের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট
Calcutta High Court allows Mohan Bhagwat's meeting

Truth Of Bengal: ১৬ ফেব্রুয়ারি মোহন ভাগবতের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুরুর দিকে পূর্ব বর্ধমান জেলায় মোহন ভাগবতের সভা নিয়ে অনিশ্চয়তা দেখায় দিয়েছিল। মাধ্যমিক পরীক্ষা চলার কারণে মাইকে নিষেধাজ্ঞা রয়েছে রাজ্যে। সেকারণে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই সভার অনুমতি দেয়নি পুলিশ। সেই বিষয়ে এবার শব্দ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ-সহ শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট। কোনভাবে সভার শব্দ যেন বাইরে না বেরোয় তার নিশ্চিত করতে হবে।