কলকাতা

নিয়োগ দুর্নীতি মামলায় বড় রায় হাইকোর্টের, সংবাদমাধ্যমের উপর রাশ টানল হাইকোর্ট

High court guidelines

The Truth of Bengal:  নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় রিপোর্টিংয়ের ক্ষেত্রে গাইডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। নির্দেশিকায় জানানো হয়েছে, এই মামলায় তৃণমূলকংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য সন্দেভাজনদের সম্পর্কে রিপোর্ট করার ক্ষেত্রে শুধুমাত্র খবরের বিষয়বস্তুতেই জোর দিতে হবে।

আদালত সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে লাগামছাড়া রিপোর্টিং হচ্ছে তা নিয়ে নানারকম বিভ্রান্তিকর তথ্য প্রকাশ্যে আসছে। যার ফলে, সাধারণ মানুষের কাছে মামলা সংক্রান্ত নেতিবাচক প্রভাব পড়ছে। সেই বিষয়টি আদালতের সামনে আসার পরেই, হাইকোর্ট একটি নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি ইডিকেও নির্দেশ দেওয়া হয়েছে, চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তল্লাশি অভিযান, জিজ্ঞাসাবাদ সংক্রান্ত কোনও তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না।

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং ইডি সমন জারি করেছিল। কুন্তল ঘোষের একটি চিঠির প্রেক্ষিতে বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদও করা হয় অভিষেককে। এখনও পর্যন্ত এই মামলায় মোট ১২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক বোর্ড কর্তাদের।

Related Articles