কলকাতারাজ্যের খবর

আরজি কর কাণ্ডে ধৃত অভিযুক্তকে লাই ডিটেক্টর টেস্টের অনুমতি দিল আদালত: সূত্র

Calcutta court grants permission to lie detector test to accused accused in plea case case

Truth Of Bengal : সূত্রের খবর, আরজি কর হাসপাতালের পড়ুয়া ডাক্তার ধর্ষণ-খুনে অভিযুক্ত সঞ্জয় রায়ের লাই ডিটেক্টর টেস্টের জন্য আদালতের অনুমোদন পেল সিবিআই।

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) সোমবার কলকাতার একটি আদালতের কাছ থেকে আরজি কর মেডিক্যাল কলেজের ৩১ বছর বয়সী স্নাতকোত্তর শিক্ষানবিশ ডাক্তারের ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্ত সঞ্জয় রায়ের লাই ডিটেক্টর টেস্টের জন্য আদালতের অনুমোদন পেল সিবিআই।

৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ পাওয়া যাওয়ার পর এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মামলার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে অভিযুক্ত সঞ্জয় রায় অপরাধ করার আগে মদ্যপান করেছিলেন।

সূত্র জানায়, অপরাধের দিন রাত ১১ টার দিকে সঞ্জয় হাসপাতালের পেছনের একটি জায়গায় মদ্যপান। তিনি জানান, সেখানে মদ্যপান করে খেয়ে অশ্লীল ভিডিয়ো দেখতেন। পুলিশ আরও জানায়, ওই রাতে সঞ্জয় বেশ কয়েকবার হাসপাতাল চত্বরে গিয়েছিলেন। তবে, পুলিশ এর আগে বলেছিল যে ওই রাতে রয়ের ডিপার্টমেন্টে থাকার কোনও কারণ ছিল না। তদন্তকারীরা তাকে “অস্থির মনের” বলে বর্ণনা করেছেন।

পুলিশি তদন্তে জানা যায়, অপরাধ করার পর সঞ্জয় প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিলেন। পুলিশ গোপনে জানতে পারে যে অভিযুক্ত ব্যক্তি অপরাধের স্থান থেকে রক্তের দাগ ধুয়ে ফেলার চেষ্টা করেছিল। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সঞ্জয় ভোর ৪টা ৪৫ মিনিটে সেমিনার রুম থেকে বেরিয়ে যাচ্ছেন।

Related Articles