কলকাতা
রহস্যময় গুপ্ত পর্বত জয় করলেন কলকাতার পর্বতারোহীরা
Calcutta climbers conquered the mysterious Gupta mountain

The Truth Of Bengal : নতুন মুকুট সোনারপুরের অভিযাত্রীদের গুপ্ত পর্বত জয় করলেন পর্বত আরোহীরা। আজ সকালেই গুপ্ত পর্বত জয়। আজ সকাল ন টায় গুপ্ত পর্বত সামিট করেন তারা। আরোহী দলে ছিলেন নয় জন অভিযাত্রী। যে পর্বত আজ অবদি কেউ দেখতে পায়নি। যে পর্বতের ছবি নেই সেই পর্বত জয় করে ইতিহাস গড়লেন কলকাতার পর্বতারোহীরা।
সোনারপুর অভিযাত্রীর উদ্যোগে নয় সদস্যের যে দল সেই দলের নেতৃত্বে ছিলেন রুদ্র প্রসাদ হালদার। উদ্দীপন হালদার, তুহিন ভট্টাচার্য, রুদ্র প্রসাদ চক্রবর্তী, দেবাশীষ মজুমদার, ও এক মহিলা পর্বতারোহী দীপাক্ষি পাল। 3 জুন তারা রওনা দিয়েছিলেন। সূত্র খবর, ৩০ শে জুন পর্বতারোহীরা কলকাতায় ফিরতে পারেন। পর্বত জয়ের ইতিহাসে নজির গড়লেন এই নয় জন কলকাতার পর্বতারোহী।