কলকাতা

ভিড় ঠেলে কীভাবে দেখবেন কলকাতা ও হাওড়ার বিখ্যাত ৫৬টি পুজো?

Calcutta and Howrah's famous 56 pujas

The Truth of Bengal,Mou Basu: দশভূজা দুর্গা বাঙালির হৃদয় এক বিশেষ জায়গা করে নিয়েছেন। মা দুর্গা যেমন দুর্গতিনাশিনী তেমনই মনমোহিনী রূপেও তিনি আমাদের কাছে ধরা দেন। অসংখ্য মানুষের উদয়াস্ত পরিশ্রমের রক্ত, ঘাম ঝরিয়ে প্রতি বছর শিল্প গড়া হয় দুর্গাপুজোয়। এই শিল্প শুধু শিল্পী, পুজোর কর্মকর্তারা আর পুজোর সঙ্গে যুক্ত কারিগররাই বানান না, বানায় ভিড় ঠেলে মণ্ডপে ঠাকুর দেখতে আসা দর্শকরাও। সাবেকিয়ানা না থিম, প্রতি বছর পুজোয় কে কাকে টেক্কা দেবে এনিয়ে পুজো কমিটিগুলির মধ্যে স্বাস্থ্যকর লড়াই চলে। ধর্মীয় বাধা পেরিয়ে, দেশকাল নির্বিশেষে মানুষ দুর্গাপুজোয় শামিল হয় বলে ২০২১ সালে ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ভিড় ঠেলে মণ্ডপে ঠাকুর দেখা অনেক সময়ই অনেকের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এর জন্য এগিয়ে এসেছে পুজো কমিটিগুলির সংগঠন “ফোরাম ফর দুর্গোৎসব”। ভিভিআইপি পাস ইস্যু করা হবে। ফোরাম ফর দুর্গোৎসবের তরফে ফেসবুক পোস্টে জানানো হয়েছে, ৪৯৯ টাকা খরচ করলেই মিলবে নির্বিঘ্নে ঠাকুর দেখার ভিভিআইপি পাস। একটা পাসে ৩ জন ঢুকতে পারবেন।

১৯-২৩ অক্টোবর পর্যন্ত পাস ব্যবহার করা যাবে।
পাস পেতে হলে নজর রাখতে হবে এই লিঙ্কে -“https://insider.in/durga-pujor-passport-2023-i-forum-for-durgotsab-durga-puja-2023/event?fbclid=IwAR23LR3J4XhuEMGcivrXwcBPqramFWO1ForjJldfoQ_kHovfBa7ZgKQb-qU “।
ভিভিআইপি পাস থাকলে কোন কোন ঠাকুর দেখা যাবে?
উত্তর কলকাতার টালা বারোয়ারী, টালা প্রত্যয়, কুমারটুলি সার্বজনীন, কুমারটুলি পার্ক সার্বজনীন, জগৎ মুখার্জি পার্ক সার্বজনীন, আহিরটোলা সার্বজনীন, হাতিবাগান সার্বজনীন, হাতিবাগান নবীনপল্লি, নলিন সরকার স্ট্রিট সার্বজনীন, সিকদার বাগান সার্বজনীন, কাশীবোস লেন, চালতা বাগান, চোরাবাগান সার্বজনীন, নেতাজী কলোনি লোল্যান্ড সার্বজনীন, ন’পাড়া দাদাভাই সংঘ, বেলেঘাটা ৩৩ পল্লী, দমদম পার্ক তরুণ সংঘ, দমদম পার্ক ভারতচক্র, দমদম পার্ক তরুণ দল, কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম আদিবাসী বৃন্দ।

দক্ষিণ কলকাতার যে সব পুজো ভিভিআইপি পাস থাকলে নির্বিঘ্নে দেখা যাবে তা’হল-অবসর সার্বজনীন, বকুলবাগান সার্বজনীন, চক্রবেড়িয়া সার্বজনীন, কালীঘাট মিলন সংঘ, ৬৪ পল্লী পূজা পরিষদ, বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লী, শিবমন্দির, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী সংঘ, হিন্দুস্তান পার্ক সার্বজনীন, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, সিংহী পার্ক, নাকতলা উদয়ন সংঘ, বোসপুকুর শীতলামন্দির, বোসপুকুর তালবাগান, সন্তোষপুর ত্রিকোণ পার্ক, সন্তোষপুর লেকপল্লী, গড়িয়া নব দুর্গা, ২৫ পল্লী, পল্লী শারদীয়া, বেহালা নূতন দল, বেহালা নূতন সংঘ, বেহালা দেবদারু ফটক, বেহালা ফ্রেন্ডস, বেহালা ক্লাব, বরিশা ক্লাব, বরিশা সার্বজনীন, এসবি পার্ক সার্বজনীন, অজেয় সংহতি, ৪১ পল্লী, বিবেকানন্দ পার্ক অ্যাথেলেটিক।হাওড়ার যে সব পুজো ভিভিআইপি পাস থাকলে নির্বিঘ্নে দেখা যাবে তা হল-হাওড়া কদমতলার ব্যাঁটরা মিলন সংঘ, মন্দিরতলার কাছে ওলাবিবিতলা সার্বজনীন ও সালকিয়া আলাপনী।

Related Articles