পার্কিং নিয়ে বচসার জেরে বিজয়গড়ে ক্যাব ড্রাইভারকে খুন
Cab driver killed in Bijaygarh over parking dispute

Truth Of Bengal: গত বুধবার রাতে পার্কিং নিয়ে বচসার জেরে খুন করার অভিযোগ উঠলো যাদবপুর সংলগ্ন বিজয়গড় এলাকায়। লালকার মাঠে পার্কিং নিয়ে বচসার জেরে ওই ক্যাব চালককে প্রবল মারধর করা হয় বলে অভিযোগ । শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্ত করছে পুলিশ।
বছর ৩৬-এর জয়ন্ত সেন পেশায় অ্যাপ ক্যাব চালক। বিজয়গড়ের বাসিন্দা সে। তিনি রাতে বাড়ি ফিরে গাড়িটি রাখতেন বিজয়গড় লালকার মাঠে। গত বুধবার রাতেও সে সেখানেই রেখেছলো গাড়িটি। ওই দিনই রাতে তাঁকে মারধোর করা হয় বলে অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে , একটি স্কুটি পড়ে গিয়েছিল তার গাড়ির কাছেই। স্কুটিটি যাদের তাঁর ওই ক্যাব চালকের গাড়িটির নম্বর অ্যাপের মাধ্যমে স্ক্যান করে দেখে। এরপর চালকের ফোন নম্বর বের করে তাকে বাড়ি থেকে ডেকে আনে বলে অভিযোগ ক্যাব চালকের পরিবার সূত্রে। তারপর তাকে মারধোর করা হয়। এলাকাবাসীর দাবি, রাত ১২টার পর ওই ঘটনা ঘটে।
অভিযোগ, মুখে কাপড় বেঁধে মারধর করা হয় ওই যুবককে, যাতে সে চিৎকার না করতে পারে । জয়ন্ত প্রথমে ক্ষতিপূরণ দিতে রাজি হন, তা সত্ত্বেও তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় মানুষজন তাঁকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন।
মারধরে আহত হাওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবারের দাবি অভিযুক্তরা মারধোর করার সময় মদ্যপ অবস্থায় ছিল
পরিবারের তরফে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে পাঁচ জনের বিরুদ্ধে। তবে এখনও পর্যন্ত যাদবপুর থানার পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।