গঙ্গাসাগর সেতুর জন্য বাজেটে বরাদ্দ ৫০০ কোটি টাকা
Budget allocation for Gangasagar Bridge: Tk 500 crore

Truth Of Bengal: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প গঙ্গাসাগর সেতু। কুম্ভ মেলাতে জাতীয় মেলা স্বীকৃতি দেয়া হলেও আজ পর্যন্ত গঙ্গাসাগর মেলাতে জাতীয় মেলা স্বীকৃতি দেয়নি কেন্দ্র। গঙ্গাসাগরের উপর সেতু নির্মাণের জন্য বহুবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়ার পরও কোন সদুত্তর মেলেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ঘোষণা করে দিয়েছিলেন গঙ্গাসাগর সেতু নির্মাণ করবে রাজ্যই।
রাজ্যের অর্থে গঙ্গাসাগর যাওয়ার এই সেতু নির্মাণ হবে। তার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। টেন্ডারের কাজ সম্পন্ন। এ বারে রাজ্যের অর্থ বাজেটে এই গঙ্গাসাগর সেতুর জন্য ব্যয় বরাদ্দের উল্লেখ রয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন যে বাজেট পেশ করেছেন সেখানে গঙ্গাসাগর সেতুর জন্য ৫০০ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের গঙ্গাসাগর সেতুর নকশা সামনে এনেছে।
দ্রুত এই গঙ্গাসাগর সেতু নির্মাণের কাজ সম্পন্ন করতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার মত রাজ্যের পূর্ত দফতর সেই কাজ পরিচালনা করছে। গঙ্গাসাগর সেতু নির্মাণ হয়ে গেলে গঙ্গাসাগর যাওয়া আরও সহজ হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী মকরসংক্রান্তিতে পুণ্য স্নানের জন্য গঙ্গাসাগরে আসেন। এই সেতু নির্মাণ হলে সারা বছর সেখানে পুণ্যার্থী আসতে পারবেন। মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রজেক্ট দ্রুত এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর রাজ্য। এই প্রকল্পের জন্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ হওয়ায় কাজ দ্রুত এভাবে বলেই মনে করছে তথ্য অভিজ্ঞ মহল।