
Truth Of Bengal: কয়েক বছর আগে কাজ হারান সৌমিক মজুমদার। সেই থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি। তার জেরেই নৃশংসভাবে নিজেরই মাকে খুন করল ছেলে! গলাতে ছুরির কোপ দিয়ে নৃশংস ভাবে খুন করা হয়েছে, আর এই ভয়াবহ ঘটনায় থমথমে রয়েছে রাজারহাট।
বৃহস্পতিবার রাতে রাজারহাটের বৈদিক ভিলেজের একটি বহু্তল আবাসনের এই নৃশংস ঘটনা ঘটে। ইতিমধ্যে অভিযুক্ত ছেলে সৌমিক মজুমদারকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। জানা গিয়েছে, মৃত মা’য়ের নাম দেবযানী মজুমদার, বয়স ৫৮। পুলিশ দেহটি উদ্ধার করে রেকজোয়ানি হাসপাতালে পাঠিয়েছে। খুনে ব্যবহৃত ধারাল ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।