কলকাতা

Breaking : রবিবার মিলবে স্পেশাল মেট্রো

Breaking: Special Metro will be available on Sunday

The Truth Of Bengal :  সিভিল সার্ভিস পরীক্ষার রয়েছে আগামী রবিবার। সে কারণে অতিরিক্ত মেট্রো পাওয়া যাবে ওই দিন। মেট্রোর সময়সূচিতেও আনা হয়েছে বদল। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে অতিরিক্ত আটটি মেট্রো পাওয়া যাবে। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল সওয়া ৭ টায়। ন’টার পরিবর্তে দমদম ও কবি সুভাষে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়। আপ ডাউন মিলিয়ে ১৩৮টি মেট্রো চলবে ওই দিন।

শুধু তাই নয় এর পাশাপাশি পরীক্ষামূলকভাবে রাতেও মিলবে মেট্রো পরিষেবা। রাত 11 টার সময় কবি সুভাষ ও দমদম থেকে দুটি মেট্রো ছাড়বে। রাতে গন্তব্যে পৌঁছতে যাতে যাত্রীদের কোনরকম সমস্যায় পড়তে না হয় তার জন্যই প্রাথমিক পর্যায় পরীক্ষামূলকভাবে মেট্রো চালাবে মেট্রো কর্তৃপক্ষ।

Related Articles