কলকাতা

অসুস্থ শিক্ষা মন্ত্রীকে দেখে এলেন ব্রাত্য

Bratya came to see the ailing education minister

Truth Of Bengal: অসুস্থ ও চিকিৎসাধীন ভাস্কর গুপ্তকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার সকালেই ভাস্কর গুপ্তকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিনই তাঁর স্বাস্থ্যের খবর নিতে হাসপাতালে পৌঁছে যান রাজ্যের শিক্ষামন্ত্রী।

তবে, এদিন শিক্ষামন্ত্রীকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট কড়া। সংশ্লিষ্ট মহলের দাবি, গত শনিবারের ঘটনার পর থেকে শিক্ষা নিয়েই নিরাপত্তাকে আরও জোরদার করা হয়।

নিজস্ব চিত্র

অসুস্থ উপাচার্যের পরিবারের তরফে দাবি করা হয়েছে, গত শনিবার রাত থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না উপাচার্যের। কিন্তু, বুধবার সকালে অবস্থার আরও অবনতি হয়। বেড়ে যায় রক্তচাপ মারাত্মক। যা ওষুধ দেওয়ার পরও নিয়ন্ত্রণে আসছিল না। সুতরাং, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং চিকিৎসকেরা তাঁকে ভর্তি করে নেন।

আপাতত একজন হৃদরোগ বিশেষজ্ঞ এবং একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন ভাস্কর। তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা হৃদরোগ বিশেষজ্ঞ, ডা. অরিন্দম বিশ্বাসকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, ‘ওঁর রক্তচাপ ওঠানামা করছে। ওষুধ দিয়েও তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। যেহেতু বছর কয়েক আগে একবার ওঁর সেরিব্রাল অ্যাটাক হয়ে গিয়েছে, তাই আমরা দ্রুত ওঁকে ভর্তি করে নিয়েছি।’

Related Articles