কলকাতা

স্টেশনে বসল ব্রেইল নেভিগেশন, উপকৃত হবেন কম দৃষ্টিশক্তির যাত্রীরা

Braille navigation installed at the station

The Truth of Bengal: কম দৃষ্টিশক্তির যাত্রীদের জন্য এগিয়ে এল পূর্ব রেল। বড় স্টেশনগুলিতে ব্রেইল নেভিগেশনের ব্যবস্থা করা হয়েছে। কম দৃষ্টিশক্তির যাত্রীরা ব্রেইল নেভিগেশন-এর সাহায্যে নিজেরাই কোথায় টিকিট কাউন্টার ও স্টেশনে কী কি ব্যবস্থা আছে তা বুঝতে পারবেন। এমন ব্যবস্থা চালু হল কলকাতা ও শিয়ালদা স্টেশনে। কম দৃষ্টিশক্তির বহু যাত্রী প্রতিদিন শিয়ালদা দিয়ে যাতায়াত করেন। জনে জনে জিজ্ঞাসা করে তাঁদের ট্রেন ধরতে হয়। এবার তেমন যাত্রীদের জন্য এগিয়ে এল পূর্ব রেল। যে সব যাত্রী চোখে ভাল দেখেন না, তাদের আধার দুনিয়াকে অনুভূতির মাধ্যমে  কিছুটা হলেও দৃশ্যমান করে তোলার জন্য এল ব্রেইল নেভিগেশন সিস্টেম। যাদের দৃষ্টিশক্তি কম, তাঁরা ব্রেইল নেভিগেশন-এর সাহায্যে নিজেরাই কোথায় টিকিট কাউন্টার ও স্টেশনে কী কি ব্যবস্থা আছে তা বুঝতে পারবেন।

সেই ব্যবস্থা চালু হল কলকাতা ও শিয়ালদা স্টেশনে। পূর্ব রেল রেল পরিষেবা আরও সহজসাধ্য করার ক্রমাগত চেষ্টা চালিয়ে আসছে। এবার কম দৃষ্টিশক্তিসম্পন্ন দিব্যঙ্গ যাত্রীদের সাহায্যে নেওয় হল গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ‘অনুপ্রয়াস’ নামে স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় পূর্ব রেল শিয়ালদা এবং কলকাতা স্টেশনে ব্রেইল নেভিগেশন মানচিত্র ব্যবস্থা রেখেছে৷ হাওড়া স্টেশনেও এই ব্রেইল নেভিগেশন মানচিত্র ব্যবস্থা রাখা হয়েছে। এবার কম দৃষ্টিশক্তিসম্পন্ন দিব্যঙ্গ যাত্রীরা কারও সাহায্য ছাড়াই স্বাধীন ভাবে স্টেশনে চলাচল করতে সক্ষম হবেন।

এই ব্রেইল নেভিগেশন মানচিত্র স্টেশনের মধ্যে টিকিট কাউন্টার, জলের ট্যাপ, টয়লেট, ওয়েটিং রুম, ক্লোকরুম, প্ল্যাটফর্ম নম্বর, প্রবেশ ও প্রস্থান পথ, এসক্যালেটর, লিফট এবং ‘মে আই হেল্প ইউ’ ডেস্ক সহ বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা এবং সুযোগ-সুবিধাগুলি শনাক্ত করার বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রদান করবে। এই ব্রেইল নেভিগেশন মানচিত্রের মতো উদ্যোগটি শুধুমাত্র কম দৃষ্টিশক্তিসম্পন্ন দিব্যঙ্গ যাত্রীদের ভ্রমণ সহজ করবে না, তাঁদের আত্মবিশ্বাসের সঙ্গে স্টেশনে নিজের মতো চলতে সাহায্য করবে। এই বিষয়ে পূর্ব রেল জানিয়েছে, স্টেশনগুলিতে সমস্ত ধরনের সুযোগ সুবিধা যাতে সবার কাছে সহজলভ্য হয় তা নিশ্চিত করার জন্য কাজ করছে রেল। ব্রেইল নেভিগেশন মানচিত্র স্থাপন করে কম দৃষ্টিশক্তিসম্পন্ন দিব্যঙ্গ যাত্রীদের চাহিদাকে পূরণ করে তাঁদের ভ্রমণ সহজ করা হল।

Related Articles