কলকাতা

দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক

Bomb scare at the Second Hooghly Bridge

Truth Of Bengal: দ্বিতীয় হুগলি সেতুতে বোমাতঙ্ক। মঙ্গলবার পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে দ্বিতীয় হুগলি সেতুতে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর।

এদিন দুপুরে সেতুর ধারে একটি পরিত্যক্ত ব্যাগের মধ্যে টিফিন কৌটো দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে কিভাবে এই টিফিন কৌটো এল তা এখনও অস্পষ্ট। শুরুতে স্থানীয় মানুষের সন্দেহ হয় তারপর তারা থানায় খবর দেন।

এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। তবে বম্ব স্কোয়াডের তদন্তের পর উঠে এসেছে এই টিফিন কৌটোটি কোন বিপজ্জনক বস্তু নয়। পুলিশ ও বম্ব স্কোয়াডের কার্যকলাপে বর্তমানে শান্ত হলেও, শুরুতে বেশ আতঙ্কিত হয়েছিল এলাকার মানুষ। মানুষের নিরাপত্তায় কারণে সর্বদা সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরী, তাই এসব খবর পাওয়া মাত্রই দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে দেখা যায় প্রশাসনকে।

Related Articles