কলকাতা

ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে, আতঙ্ক যাত্রীদের মধ্যে

bomb attack at Kolkata airport

The Truth of Bengal: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। আতঙ্ক ছড়িয়ে পড়ল যাত্রীদের মধ্যে। কলকাতা থেকে পুনে যাওয়ার এয়ার এশিয়ান ফ্লাইটে এই বোমাতঙ্কের ঘটনা ঘটে। বিমানটির নম্বর আই৫-৩১৯ । বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ১০০-র উপরে যাত্রী ছিল ওই বিমানে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ওই বিমান থেকে নামিয়ে আনা হয়। তদন্তে নেমেছে সিআইএসএফ এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। ফ্লাইটটিকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে।

পুনে যাওয়ার জন্য ওই বিমানের যাত্রীরা নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে এসে পৌঁছান। গন্তব্যে রওনা হওয়ার জন্য তারা ওই বিমানে চেপে বসে ছিলেন। সূত্রের খবর, বিমানটি যখন রানওয়েতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল ঠিক তখনই একটি উড়ো ফোন আসে ওই বিমানে বোমা রাখা আছে বলে। তোলপাড় শুরু হয় এলাকায়। তড়িঘড়ি ওই বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। তারপর শুরু হয় তল্লাশি। ঘটনাস্থলে ছুটে আসে সিআইএসএফ ও বিমানবন্দরে থাকা বম্ব স্কোয়াডের সদস্যরা। বিমানের মধ্যে চিরুনি তল্লাশি চলে।

ইতিমধ্যে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছেতার নাম যোগেশ ভোঁসলে। বিমানটি প্রথমে বাগডোগরা থেকে কলকাতায় আসে, ট্রানজিট ছিল কলকাতা থেকে পুনে যাওয়ার জন্য। কলকাতা বিমানবন্দরে যখন দীর্ঘক্ষণ ধরে লাগেজ চেক করা হয় ঠিক তখন এক ব্যক্তি বিরক্ত প্রকাশ করে এতো চেকিং কেন হচ্ছে তা জানতে চান। ব্যাগে কি আছে জানতে চাওয়ায় ওই ব্যক্তি সিআইএসএফ কে জানান যে তার ব্যাগে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিআইএসএফ আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এর আগেও এপ্রিল মাসে পরপর বোমা-হুমকি এসেছিল কলকাতা বিমানবন্দরে।

Related Articles