
The Truth of Bengal: ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন ববি। তবে এই ববি তৃণমূলের ফিরহাদ হাকিম নন, তিনি অভিজিৎ দাস ওরফে ববি। বিজেপি তাঁকে প্রার্থী করেছে ডায়মন্ড হারবারে। প্রথম দফার নির্বাচন হতে আর মাত্র তিনদিন বাকি। সব কেন্দ্রে প্রার্থী দেওয়া হয়ে গেলেও এতদিন ডায়মন্ড হারবারে বিজেপি এতদিন এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি। অবশেষে ৪২তম তথা সর্বশেষ প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি।
অভিজিৎ দাস ববি নামে পরিচিত বিজেপির কর্মী-সমর্থকদের কাছে। এর আগে বিজেপির একাধিক পদে তিনি ছিলেন তিনি। অবিভক্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি ছিলেন এই ববি। বর্তমানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোনীত হল। জানা যাচ্ছে, ডায়মন্ড হারবার কেন্দ্রে ববির নাম প্রস্তাব করেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাতেই সিলমোহর দিল দিল্লির শীর্ষ নেতৃত্ব।
২০১৪ সালেও অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়েছিলেন ববি। সেই ভোটে অভিষেক ৫ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। বিজেপি প্রার্থী ববি পেয়েছিলেন দু’লক্ষের সামান্য বেশি ভোট। ২০১৯ সালে তাঁকে আর টিকিট দেয়নি বিজেপি। বদলে বিজেপি প্রার্থী করেছিল নীলাঞ্জন রায়কে। এবার আবার সেই ববির ওপরে আস্থা রাখল বিজেপি শীর্ষ নেতৃত্ব। অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হিসেবে দিল্লি থেকে তাঁর নাম ঘোষণা হল।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেখানে এক দিনে সব প্রার্থীর নাম ঘোষণা করেছিল, সেখানে কয়েকটি পর্বে এই রাজ্যে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করে। তবে ডায়মন্ড হারবারে কোনও নাম ঘোষণা করা হয়নি এতদিন। অনেক নাম নিয়ে জল্পনা চলছিল। কোনও হেভিওয়েট কাউকে বিজেপি প্রার্থী করতে পারে বলে শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত বিজেপি জেলার পুরনো বিজেপি কর্মী অভিজিৎ দাসের ওপর আস্থা রাখল।