কলকাতা

ব্লু স্টার আনল অত্যাধুনিক এসি

Blue Star introduces state-of-the-art AC

Truth Of Bengal: রাহুল চট্টোপাধ্যায়: চলতি গ্রীষ্মের মরসুমে অত্যাধুনিক রুম এসির ১৫০ ধরনের মডেলের সার্বিক সম্ভার লঞ্চ করল ব্লু স্টার লিমিটড। স্মার্ট ওয়াই ফাই আর হেভি-ডিউটি এসি বিভাগে নিজেদের পোজিশনিং সুদৃঢ় করার পরিকল্পনাও রয়েছে তাদের। এসির ১৫০টি মডেলের পাশাপাশি গ্রীষ্মের মরশুমের জন্য একটি ‘ফ্ল্যাগশিপ প্রিমিয়াম’ সম্ভার নিয়ে এসেছে।

২০২৫ সালের জন্য নতুন এয়ার কন্ডিশনারের সম্ভার গুলির মধ্যে কোম্পানি ৩-স্টার ও ৫-স্টার বিভাগে মডেলগুলির এক সার্বিক সম্ভার লঞ্চ করেছে, যার চরম আবহাওয়ায় ঠান্ডা করার উচ্চমানের কর্মদক্ষতা রয়েছে। দামও আকর্ষণীয় ২৮,৯৯০ টাকা। এর মধ্যে আছে প্রায় ৪০টি মডেলের স্মার্ট ওয়াইফাই এসির বিস্তৃত সম্ভার, যাতে আছে ‘কাস্টমাইজড স্লিপ’ জাতীয় অনন্য ও স্মার্ট ফিচার।

এর দ্বারা তাপমাত্রা, ফ্যানের গতি, কুল বা ফ্যান মোড প্রিসেট করা যায় এবং ১২ ঘন্টার জন্য প্রত্যেক ঘন্টায় এসি সুইচ অন,অফ করার ব্যবস্থা থাকে যাতে নিশ্চিন্তে ঘুমনো যায়। ভয়েস কমান্ড টেকনোলজির মাধ্যমে ক্রেতারা অ্যামাজন অ্যালেক্সা বা গুগল হোমের মত স্মার্ট ডিভাইস দিয়ে নিজেদের এসি নিয়ন্ত্রণ করতে পারবেন ইংরাজি অথবা হিন্দি ভয়েস কমান্ডে।

উপরন্তু এর এনার্জি ম্যানেজমেন্ট ফিচার এসির বিদ্যুৎ ব্যবহারে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এর ব্যবস্থা বিদ্যমান। যার দ্বারা এসির ব্যবহারের উপর নজর রাখা, নিয়ন্ত্রণ করা এবং ব্যবহার সীমিত রাখার কাজ করা যায়। ফলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয় না, বিদ্যুৎ সাশ্রয় হয়। গ্রীষ্মের মরশুম যখন চরমে ওঠে তখন সারা দেশে তাপমাত্রা চড়ে যায়। তাই এই সংস্থা এনেছে ‘হেভি-ডিউটি এসি’।

এতে ৫৫ ফুটের এক শক্তিশালী এয়ার থ্রো আছে, যা ৪৩ ডিগ্রি সেলসিয়াসেও সম্পূর্ণ ঠান্ডা করার ক্ষমতা বজায় রাখতে পারে। ফলে চরম গরমেও সর্বোচ্চ কর্মদক্ষতা নিশ্চিত। ২০১১ সালে রেসিডেনশিয়াল এসি বিভাগে সংস্থাটি প্রবেশ করার পর থেকে ব্লু স্টার ধারাবাহিকভাবে এই বিভাগে বৃদ্ধি পেয়েছে, প্রতিবছর এই শিল্পক্ষেত্রের সবাইকে ছাড়িয়ে গেছে। কোম্পানির লক্ষ্য হল রুম এসি বিভাগে ২০২৫-২৬ আর্থিক বর্ষের মধ্যে বাজারের ১৪.৩ শতাংশ দখল করা।

ভবিষ্যতের সম্ভাবনা প্রসঙ্গে কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে ব্লু স্টার লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর বি ত্যাগরাজন বলেন, ২০৩০ সালের মধ্যে ভারতে আরও প্রায় ৪৫০ মিলিয়ন মধ্যবিত্ত ক্রেতা তৈরি হতে চলেছে। ফলে রুম এসির বাজার এখন ঊর্ধ্বমুখী এবং আগামী কয়েক বছরে বিপুল হারে তা বৃদ্ধি পাবে।

আবাসন সেক্টরের বৃদ্ধি, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার এবং গ্রামীণ অর্থনীতির বৃদ্ধির মত ইতিবাচক প্রবণতাও আমাদের শিল্পক্ষেত্রের ভবিষ্যৎকে রূপ দেবে। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ। আমাদের কাছে আছে ৮০ বছর ধরে এয়ার কন্ডিশনিং বানিয়ে যাওয়ার পারদর্শিতা এবং বাজারে জোরালো অবস্থান। আমরা গবেষণা ও উন্নয়নে তাৎপর্যপূর্ণ লগ্নি করে চলেছি।

উৎপাদন করার পাশাপাশি সরবরাহ শৃঙ্খলও সামলাচ্ছি, যাতে ক্রমবর্ধমান চাহিদাকে ব্যবহার করতে দক্ষতা ও ক্ষমতা বাড়ানো যায়। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের রুম এসির বিস্তৃত সম্ভার, যা সব ধরনের দামের সবরকমের ক্রেতার কাজে লাগে, তা আমাদের বাকি বাজারের চেয়ে দ্রুত বাড়তে সাহায্য করবে।

ব্লু স্টার লিমিটেড এর মার্কেটিং কুলিং অ্যান্ড পিউরিফিকেশন অ্যাপ্লায়েন্সেস ও কর্পোরেট কমিউনিকেশনস্ এর ভাইস প্রেসিডেন্ট গিরিশ হিঙ্গরানী তাদের বিভিন্ন প্রোডাক্ট এর বৈশিষ্ট্য এবং তাদের সংস্থার আগামীর পরিকল্পনা সম্বন্ধে বিস্তারিত বলেন । এই অনুষ্ঠানে ব্লু স্টার লিমিটেড এর গ্রুপ প্রেসিডেন্ট মোহিত সুদ,এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সি হরিদাস সহ সংস্থার ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Related Articles