কলকাতা

রক্তাক্ত গড়িয়াহাট! মধ্যরাতে চপারের কোপ যুবককে, তদন্তে পুলিশ

Bloody Gariahat! Chopper hits young man in the middle of the night, police investigating

Truth Of Bengal: গড়িয়াহাটে রাতের অন্ধকারে এক যুবককে ধারাল অস্ত্রের কোপ! বর্তমানে পার্ক সার্কাস সংলগ্ন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ওই যুবক। তাঁর পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। যুবকের নাম রকি রাজবংশী ওরফে ভলু, আনুমানিক ২৭ বছর বয়স। প্রাথমিক তদন্তানুযায়ী পুলিশের অনুমান, এই হামলার নেপথ্যে পুরনো শত্রুতা থাকতে পারে।

সোমবার রাত দু’টো নাগাদ ককুলিয়ায় ঘটনার সূত্রপাত বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, প্রথমে স্থানীয় ভোলা, পিঙ্কু ও যিশুর সঙ্গে রকির ঝামেলা শুরু হয়। পরে রকিকে গড়িয়াহাট মোড়ে ডেকে পাঠানো হয়। অভিযোগ, তখনই রকিকে রাস্তায় ফেলে চপার দিয়ে কোপানো হয়।

এর আগ জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময়ও এই অভিযুক্ত যুবকদের সঙ্গে ঝামেলা হয়েছিল রকির। সঙ্গে হামলাও করা হয়েছিল। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারিনি গড়িয়াহাট থানা। তল্লাশির সময় একজন প্রতিবেশি জানায় বাড়িতে কেউ নেই। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles